Sonu Sood birthday celebration: 'শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের পাশে দাঁড়াব', জন্মদিনে অঙ্গীকার সোনুর
বাড়ির সামনে ফাটছে আতসবাজি। উপচে পড়ছে ভিড়। তিনি কেবল প্রিয় অভিনেতা নন, করোনাকালে আপামোর ভারতবাসীর নয়নের মণি হয়ে উঠেছেন তিনি।
মুম্বই: বাড়ির সামনে ফাটছে আতসবাজি। উপচে পড়ছে ভিড়। তিনি কেবল প্রিয় অভিনেতা নন, করোনাকালে আপামোর ভারতবাসীর নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। সেই 'মসিহা'-র জন্মদিনের শুভেচ্ছা জানাতে কী করলেন মুম্বইবাসী? ভিডিও প্রকাশ করলেন খোদ সোনু সুদ।
গত শুক্রবার জন্মদিন ছিল সোনু সুদের। অভিনেতার বাড়ির সামনে এসে জমায়েত হন অনেক অনুরাগী। তাঁদের প্রত্যেকেই হাতেই ছিল বিভিন্ন উপহার। ফুল, চকোলেট আর কেকে ভরে যায় সোনুর ২ হাত। হাজির ছিল একাধিক চকোলেট কেক। সেই কেক কেটেই জন্মদিন উৎযাপন করেন সোনু। এর মধ্যেই নজর কাড়ে এক অনুরাগীর বিশেষ উপহারও। হলুদ রঙে জিভ ডুবিয়ে কেবল জিভের সাহায্যে তিনি এঁকে ফেলেন প্রিয় অভিনেতার মুখ। এই শিল্পী মুগ্ধ করে অভিনেতাকেও। জমায়েতের সবার উদ্দেশে গেটের ওপর উঠে দাঁড়িয়ে হাত নাড়েন অভিনেতা। আশ্বাস দিয়ে বলেন, সবার কাছেই পৌঁছে যাবেন তিনি। এরপর আক্ষরিক অর্থেই সবার সঙ্গে গিয়ে কথা বলেন তিনি। সোনুকে পেয়ে আপ্লুত অনেকেই। পা ছুঁয়ে প্রণাম করেন অনেকেই। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন সোনু।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন উদ্যোগের কথা পোস্ট করেছিলেন সোনু। করোনায় অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে বলা থেকে শুরু কর সমস্ত মানুষের পড়াশোনার প্রয়োজনীয়তার কথা একাধিকবার উঠে এসেছে তাঁর মুখে। আর এবার পড়ুয়াদের দিকে আরও একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। আর্থিক অভাবের জন্য যে সমস্ত পড়ুয়ারা আইপিএস পরীক্ষার জন্য তৈরি হতে পারছেন না, তাঁদের জন্য় বিনামূল্যে কোচিং স্কলারশিপের বন্দোবস্ত করেছেন সোনু সুদ।
জন্মদিনের শেষ লগ্নে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন সোনু। লিখেছেন, 'আমার জন্মদিনে অঙ্গীকার করছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত অভাবী মানুষদের পাশে দাঁড়াব'। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদেরও সবাইকে সাহায্য করার আর্জি জানান তিনি।
করোনা পরিস্থিতিতে বার বার মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। বলিউডে বক্স অফিসে ছবির ব্যবসা দিয়েই মাপা হয় তারকাদের যশ, খ্যাতি। কিন্তু কেবল অভিনয়, গ্ল্যামার বা পেশাদারি সাফল্য নয়, মানবিকতা দিয়েও যে অনায়াসে মন জয় করা যায় তা শেখালেন সোনু সুদ। আসমুদ্র হিমাচল যাঁকে চেনে ‘দাবাং’-এর ছেদী সিং’ হিসাবে। তাঁর নিষ্ঠুর চাহনি, পেশিবহুল চেহারা আর খুনে মেজাজ দর্শকদের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয়। করোনা আবহে অবশ্য উলটপুরাণ হয়েছে। পর্দার খলনায়ক সোনু এখন জনতার চোখে ‘মসিহা’। লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে তাঁর মহৎ উদ্যোগ দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজে রাস্তায় নেমে শ্রমিকদের ফেরার ব্যবস্থা করেছেন। হাতে তুলে দিয়েছেন খাবারের প্যাকেট, জল। শুধু তাই নয়, অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা থেকে শুরু করে হাসপাতালে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা সবকিছুতেই অগ্রগণ্য সোনু ও তাঁর টিম।