Soumitrisha Kundoo: অবশেষে প্রেম নিয়ে খোলাখুলি উত্তর, সৌমিতৃষার জীবনের নতুন মানুষটি কে?
Soumitrisha Kundoo on Thomas Ceccon: কিন্তু সৌমিতৃষার মনের কথা? যাঁর ছবি সৌমিতৃষার স্টেটাস জুড়ে রয়েছে, কে সেই ব্যক্তি? সদ্য সৌমিতৃষা নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে একটি ছবি শেয়ার করে নিয়েছেন।
কলকাতা: প্রেমে পড়েছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। অন্তত তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল তাই বলছে। যিনি প্রেম নিয়ে কখনোই সরাসরি মুখ খুলতে চান না, তাঁর সোশ্যাল মিডিয়ায় এই প্রেমের ইস্তেহার কার জন্য? কে সেই ব্যক্তি?
আগামীকাল 'হইচই' (Hoichoi)-তে মুক্তি পাবে সৌমিতৃষা অভিনীত 'প্রধান' (Pradhan)। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে দেখা গিয়েছিল দেব (Dev)-কে। প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য ব্যবসা করেছিল এই ছবি। আর এবার এই ছবি আসছে ওয়েব প্ল্যাটফর্মে। অনেকে যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাননি, তাঁদের কাছে ফের এবার সুযোগ দেব-সৌমিতৃষার জুটিকে নতুনভাবে দেখে নেওয়ার। অন্যদিকে, সৌরভ দাসের সঙ্গে আরও একটি নতুন ছবির শ্যুটিং শেষ করেছেন সৌমিতৃষা। সেই ছবি মুক্তি পাবে শীঘ্রই। বর্তমানে অভিনেত্রী বড়পর্দাতেই কাজ করতে চান বলে জানিয়েছেন। তবে মনের মতো কাজ পেলে তিনি ফিরতে পারেন ছোটপর্দাতেও।
এ তো গেল কাজের কথা। কিন্তু সৌমিতৃষার মনের কথা? যাঁর ছবি সৌমিতৃষার স্টেটাস জুড়ে রয়েছে, কে সেই ব্যক্তি? সদ্য সৌমিতৃষা নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে একটি ছবি শেয়ার করে নিয়েছেন। যাঁরা নিয়মিত নজর রাখছেন অলিম্পিক্সে, তাঁরা অনায়াসেই চিনে ফেলবেন ইতালিয় এই সাঁতারুকে। তিনি থমাস চেকন (Thomas Ceccon)। ইতালির সুদর্শন এই সাঁতারু চলতি প্যারিস অলিম্পিক্সে (Olympic Games Paris 2024) সোনা জিতেছেন। আর সেই সঙ্গে জয় করে নিয়েছেন বাঙালি এই অভিনেত্রীর মনও। থমাসের অবশ্য মহিলা অনুরাগীদের সংখ্যা প্রচুর। আর সেই দলে নাম লিখিয়েছেন সৌমিতৃষাও। সোশ্যাল মিডিয়ায় প্রেমের বার্তার সঙ্গে থমাসের একাধিক ছবি পোস্ট করে নিয়েছেন সৌমিতৃষা। সঙ্গে হৃদয়ের চিহ্ন দেখে মনেই হয়, প্রেমে পড়েছেন তিনি। কিন্তু বঙ্গকন্যার প্রেমের বার্তা আদৌ কি পৌঁছবে অলিম্পিক্স ভিলেজে থাকা থমাসের কাছে? নাকি সৌমিতৃষার প্রেম থেকে যাবে ইনস্টাগ্রাম স্টেটাস হয়েই? সেই উত্তর জানেন না খোদ সৌমিতৃষাও। তিনি এখন কেবল তাঁর নতুন প্রেম জাহির করেই খুশি।
View this post on Instagram
আরও পড়ুন: Anushka Sharma: কোহলির সঙ্গে বিয়ের আগে এই নায়কের প্রেমে পড়েছিলেন অনুষ্কা শর্মা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।