Souptik-Ranita: ফের একসঙ্গে সৌপ্তিক-রণিতা, নিয়ে আসছেন হরর কমেডি 'দেবী'
Souptik Chakraborty-Ranita Das: এই ছবিতে 'দেবী'-র চরিত্রে দেখা যাবে রণিতাকে। 'মায়া'-র চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। সূর্যের চরিত্রে দেখা যাবে রাহুলকে ও 'দেবী'-র প্রেমিকের চরিত্রে রয়েছেন সোমরাজের।

কলকাতা: বিচ্ছেদের জল্পনা অতীত। ফের সৌপ্তিক চক্রবর্তীর পরিচালনায় কাজ করতে চলেছেন অভিনেত্রী রণিতা দাস (Ranita Das)। আসছে নতুন হরর কমেডি ছবি 'দেবী'। এই ছবির নামভূমিকায় দেখা যাবে রণিতা দাসকে। গল্প ও পরিচালনায় দায়িত্বে রয়েছেন সৌপ্তিক (Souptik Chakraborty)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অঞ্জনা বসু (Anjana Basu), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও সোমরাজ মাইতি (Somraj Maity)। এই ছবিতে 'দেবী'-র চরিত্রে দেখা যাবে রণিতাকে। 'মায়া'-র চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। সূর্যের চরিত্রে দেখা যাবে রাহুলকে ও 'দেবী'-র প্রেমিক রাহুলের চরিত্রে দেখা মিলবে সোমরাজের।
গল্পটা কিছুটা এমন.. অনেক বছর আগে, কালবুনি নামের এক জঙ্গলে বাস করত মায়া বলে একজন যাদুকরী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যাদুকরী ছিল সে। তার স্বপ্নপূরণ করার জন্য যে পিশাচ সাধনা করতে শুরু করে। আশেপাশের গ্রাম থেকে সদ্যোজাত মেয়েদের চুরি করতে থাকে সে আর আহুতি দিতে থাকে তার আরাধ্য ঈশ্বরের কাছে। ১০০ জন শিশুকন্যাকে আহুতি দেওয়ার পরে আবির্ভূত হয় পিশাচ। সে বলে, পৃথিবীর কোথায় এমন একজন মেয়ে বেড়ে উঠছে, যে মায়ার থেকেও বেশি শক্তিশালী। সেই মেয়েটির ১৮ বছর বয়স হলে, সেই মায়ার মৃত্যুর কারণ হবে। এই ঘটনা পাগলের মতো করে দেয় মায়াকে। সে নিজের কাছে নিজেই শপথ করে যে সেই মেয়েটি তাকে ধ্বংস করার আগে, তাকেই ধ্বংস করে দিতে হবে।
এরমধ্যেই কলকাতার কোথাও একটা জন্ম নেয়, ছোট্ট এক কন্যাসন্তান। তার বাবা সূর্য মানুষ হলেও মা মণিমালা ছিল একজন ভূত। তার বাবা ও মা সেই কন্যাসন্তানের নাম দিল 'দেবী'। দেবী বাবার সাহস আর মনুষ্যত্ববোধ আর মায়ের সমস্ত যাদুশক্তি নিয়ে বড় হতে থাকল। কিন্তু দেবীকে জন্ম দিতে গিয়েই মারা গেল তার মা মণিমালা। একা বাবা সূর্য দেবীকে বড় করতে থাকল। সূর্য ভয়ে ভয়ে তার মেয়ের সমস্ত যাদুশক্তি লুকিয়ে রাখত। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও মায়া দেবীকে খুঁজে পেয়ে গেল। তখন তার বয়স ১৮ বছর। মায়া আর দেবীর মধ্যে চলতে থাকল লুকোচুরি। কি হবে এরপরে? দেবী কি বাঁচতে পারবে মায়ার হাতে থেকে? ছবির মধ্য়েই মিলবে সেই উত্তর।






















