Sourav-Darshana: ফের জুটিতে সৌরভ-দর্শনা, ঠিকানা 'হৃদয়পুর'
খুব তাড়াতাড়ি কলকাতায় এই ছবির শ্যুটিং শুরু করবেন দর্শনা বণিক ও সৌরভ দাস। সৌম্যজিতের আগামী ছবিতে প্রেম পটভূমিকা।
![Sourav-Darshana: ফের জুটিতে সৌরভ-দর্শনা, ঠিকানা 'হৃদয়পুর' Sourav-Darshana: Sourav and Darshana are going to be paired in the film Hridoypur Sourav-Darshana: ফের জুটিতে সৌরভ-দর্শনা, ঠিকানা 'হৃদয়পুর'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/16/4e3bf47396dac870a8dec500e634f7af_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ফের জুটিতে সৌরভ-দর্শনা, ঠিকানা 'হৃদয়পুর'। টলিপাড়ায় আবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে, ছবির নাম 'হৃদয়পুর' (Hridoypur)। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্যজিত আদক (Soumyajit Adak)।
'হৃদয়পুর'-এর গল্প
একটি খুনকে কেন্দ্র করে শুরু হয় ছবির গল্প। চাকরির সূত্রে শহরের ছেলে সৌরভকে আসতে হয় একটা গ্রামে। সেখানেই দেখা হয় গ্রামের প্রধান,বিত্তশালী পরিবারের মেয়ে শ্রেয়ার সাথে। গল্পের মূল স্রোত ভেসে চলে সৌরভ শ্রেয়ার প্রেমের কাহিনী জুড়েই। কিন্তু প্রেম নাকি প্রতিশোধ? প্রেমের আড়ালে লুকিয়ে রয়েছে অজানা কোন গল্প? এই সব কিছু নিয়ে ছবি নতুন ছবি 'হৃদয়পুর'।
আরও পড়ুন: Ranbir Alia Marriage: আলিয়াকে 'সারপ্রাইজ' মিস্টার কপূরের, ভালোবাসায়, আয়োজনে আনন্দঘন মেহেন্দি
খুব তাড়াতাড়ি কলকাতায় এই ছবির শ্যুটিং শুরু করবেন দর্শনা বণিক (Darshana Bonik) ও সৌরভ দাস (Sourav Das)। সৌম্যজিতের আগামী ছবিতে প্রেম পটভূমিকা। তাকে ঘিরে থাকে রহস্য, খুন। শহুরে ছেলে সৌরভ পেশার তাগিদে পৌঁছে যাবেন গ্রামে। সেখানকার গ্রাম প্রধানের মেয়ে দর্শনা। প্রথম দর্শনেই প্রেম। আদতে কি সত্যিই উপার্জনের কারণে গ্রামে পা রাখা নাকি আচমকা ঘটে যাওয়া এক খুনের বদলা নিতেই সৌরভের এই পদক্ষেপ? পরিচালক এর বেশি আর ভাঙতে রাজি নন কিছুতেই। ছবিতে সৌরভ-দর্শনা ছাড়াও থাকবেন অর্ণ মুখোপাধ্যায়-ঐশ্বর্য সেন। কলকাতা শহরে হবে ছবির শ্যুটিং। হৃদয়পুর মুক্তি পাবে "হোয়াইটস ফেদারস প্রোডাকশন ও কলকাতা ফিল্মস" এর ছাতার নীচে। প্রযোজক প্রদীপ বাজাজ ও অরিজিৎ বোস।
ছবির পোস্টার হাতে দেখা গিয়েছিল সৌরভ আর দর্শনাকে। হলুদ কুর্তিতে সেজেছিলেন দর্শনা আর সাদা কাজ করা পাঞ্জাবি আর কপালে তিলক কেটেছিলেন সৌরভ। এই নিয়ে তিনটি ছবিতে জুটি বেঁধে ফেললেন তাঁরা। ক্যামেরার সামনে দাঁড়ালেই নাকি জুটির চোখ-মুখ থেকে বাড়তি জৌলুস ঠিকরে পড়ে! ইতিমধ্যেই জুটির প্রথম কাজ ‘অল্প হলেও সত্যি’ দর্শক প্রশংসিত। সেই রেশ কাটার আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে প্রীতম মুখোপাধ্যায়ের ‘রিষ’। এই ভৌতিক ছবিতে সৌরভ-দর্শনার বছর ছয়েকের এক মেয়েও রয়েছে। পয়লা বৈশাখের দিন ঘোষণা হল তাঁদের তৃতীয় ছবি ‘হৃদয়পুর’-এর কথা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)