Sourav Das: অন্ধকার অতীত থেকে উঠে আসবে এক চরিত্র! আসছে সৌরভের নতুন থ্রিলার
Sourav Das New Film: এই গল্পের শুরু কোচবিহার থেকে কলকাতায়, অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং সম্ভবত, কোনও রহস্যময় অতীত নিয়ে আসা, তানিয়াকে নিয়ে

কলকাতা: নতুন ছবি নিয়ে আসছেন সৌরভ দাস (Sourav Das)। তাঁর সঙ্গে থাকছেন অভিনেত্রী পায়েল রায় (Payel Roy) ও অভিনেতা জ্যামি বন্দ্যোপাধ্যায় (Jammy Banerjee)। ছবির নাম 'গিরগিটি'। ছবিটির পরিচালনা করছেন, অর্পণ সরকার। এই গল্প আবর্তিত হয়ে তানিয়া বলে একটি চরিত্রকে ঘিরে। এই চরিত্রেই দেখা যাবে পায়েলকে। খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে এই ছবির।
এই গল্পের শুরু কোচবিহার থেকে কলকাতায়, অনেক স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং সম্ভবত, কোনও রহস্যময় অতীত নিয়ে আসা, তানিয়াকে নিয়ে। সে ভালবেসে ফেলে রীতেশ নামের এক সফল ব্যবসায়ীকে। এই রীতেশের প্রাক্তন প্রেমিকার নামও ছিল তানিয়া। এরা দুজনেই নিজেদের একটা ক্যাফে খোলে। সময়ের সঙ্গে সঙ্গে একসঙ্গে থাকাও শুরু করে রীতেশের বাড়িতে। কিন্তু তানিয়া কিছু একটা দরকারি কথা লুকিয়ে রাখে রীতেশের থেকে। এই সবকিছুর মধ্যেই জয় নামের এক ব্যক্তির হঠাৎ প্রবেশ হয় তাঁদের জীবনে। তানিয়াকে সব জায়গায় অনুসরণ করতে থাকে সে। এই জয় কী তাহলে তানিয়ার অতীতের সঙ্গে জড়িত কোনও চরিত্র, নাকি ভয়ংকর কিছু ঘটতে চলেছে রীতেশের আর তানিয়ার সুখী সংসারে? সমস্ত উত্তর লুকিয়ে, “গিরগিটি”-তে।
ছবির পরিচালক বলছেন, 'আমার ছবির নাম 'গিরগিটি'। এটা একটি থ্রিলার ছবি। আমরা সবাই জানি যে গিরগিটি রং বদলায়। সেই রকম অনেক মানুষ আছেন যারা সময়ে নিজেরা গিরগিটির মতন রং পাল্টায় ,সেই রকম আমার ছবিতে সবকটা চরিত্র সময় মত রং বদলাচ্ছে। আর আমরা অনেক সময় সঠিক মানুষকে চিনতে পারি না। ভুল মানুষকেই আমরা কাছের মানুষ মনে করে বিশ্বাস করে ফেলি আর পরে যখন জানতে পারি যে সেই মানুষটি ভুল তখন অনেক দেরি হয়ে যায়। আর বেশি কিছু বলার নেই ,বাকিটা জানতে হলে ছবিটা দেখতে হবে দর্শকদের।
প্রসঙ্গত, অন্যান্য একাধিক ছবি রয়েছে সৌরভের হাতে। আগামীতে 'তুরুপের তাস' ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়া একটি সাসপেন্স থ্রিলারে দেখা যাবে সৌরভকে। ছবিটির নাম 'ঝড়'। এই ছবিতে সৌরভের বিপরীতে দেখা যাবে বনি সেনগুপ্তকে। ছবিটির শ্যুটিং প্রায় শেষের পথে। এছাড়াও একাধিক নতুন কাজ রয়েছে সৌরভের হাতে।






















