Sourav Ganguly: বাইশ গজের কিংবদন্তির হঠাৎ রুপোলি পর্দায় স্বাদবদল! 'রকি রানি'-র সিনেমা দেখতে সপরিবারে প্রেক্ষাগৃহে সৌরভ
Rocky Aur Rani Ki Prem Kahani: আপাতত ইংল্যান্ডে পড়াশোনা করছেন সানা। বাবার জন্মদিন উপলক্ষ্যে ছুটিতে কলকাতায় এসেছেন তিনি। তারপরেও আরও কিছুদিন ছুটি কাটাচ্ছেন সানা।
কলকাতা: রকি আর রানির প্রেমকাহিনী শুনতে সপরিবারে প্রেক্ষাগৃহে মহারাজ! সদ্য মুক্তি পেয়েছে কর্ণ জোহরের (Karan Johar)-এর পরিচালিত নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)। রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবি দেখতে কলকাতার এক প্রেক্ষাগৃহে সপরিবারে হাজির হলেন ক্রিকেট দুনিয়ার এক কিংবদন্তি, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
এদিন শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় নয়, তাঁর সঙ্গে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) ও কন্যা সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। আপাতত ইংল্যান্ডে পড়াশোনা করছেন সানা। বাবার জন্মদিন উপলক্ষ্যে ছুটিতে কলকাতায় এসেছেন তিনি। তারপরেও আরও কিছুদিন ছুটি কাটাচ্ছেন সানা। আর এদিন, বাবার সঙ্গে প্রেক্ষাগৃহে বলিউডের ছবি দেখতে হাজির হয়েছিলেন সানা। এদিন সৌরভের সঙ্গে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরাও। প্রিয় 'দাদা'-কে হঠাৎ প্রেক্ষাগৃহে দেখে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আসে প্রচুর সেলফি তোলার অনুরোধও। সৌরভ গঙ্গোপাধ্যায়কে হঠাৎ এমন জনসাধারণের মধ্যে প্রেক্ষাগৃহে দেখতে পাওয়া যে বেশ চমকে দিয়েছিল অনুরাগীদের, সেবিষয়ে সন্দেহ নেই। আর ২২ গজের নায়কেরও স্বাদবদল রুপোলি পর্দায়। সপরিবারে মজলেন বলিউডে প্রেমের গল্পে। এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, সিনেমা কেমন লেগেছে তাঁর? উত্তরে 'মহারাজ' বলেন, 'দারুণ'।
প্রসঙ্গত, এই বলিউড ছবিতে দুই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) ও চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)। আলিয়া ভট্টের বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা। দুই বাঙালির সাফল্য বড়পর্দায় দেখতে সাধারণের মধ্যে পৌঁছে গেলেন আরও এক বাঙালি। শুধু তাই নয়, মহারাজের মনে ধরেছে এই ছবিও।
এই ছবি বক্সঅফিসেও প্রভাব ফেলেছে ভালই। প্রথমদিনে এই ছবি আয় করেছিল ১১.১০ কোটি। দ্বিতীয়দিনে এই ছবি ব্যবসা করেছে ১৬.০৫ কোটি। তৃতীয় দিনের ব্যবসার অঙ্ক এখনও প্রকাশ্যে আসেনি। তবে আশা করা যায়, প্রথম সপ্তাহান্তে ভালই ব্য়বসা করবে এই ছবি।
Sourav Ganguly watched the same show as mine of RARKPK last night at Inox South City Mall Kolkata. Later managed to get a pic with Dada. Also asked him movie kemon laaglo (how did you like the movie), he said Daarun (Awesome). Same thoughts as mine 😄 #RockyAurRaniKiiPremKahaani pic.twitter.com/13gSM69ikh
— sohom (@AwaaraHoon) July 29, 2023
আরও পড়ুন: Bengali Web Series: 'নিখোঁজ' স্বস্তিকা-কন্যা, ঘটনার সঙ্গে টোটার যোগসূত্র বের করতে পারবেন পরাণ?