সামান্থার সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর নিজের জন্য কী করলেন নাগা চৈতন্য?
সমস্ত গুঞ্জনকে সত্যি প্রমাণ করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা একটি বিবৃতি দিয়ে করেন সামান্থা এবং নাগা চৈতন্য দুজনেই। এমন রোম্যান্টিক জুটির দাম্পত্যে বিচ্ছেদের ঘটনায় মর্মাহত অনুরাগী থেকে তারকারা প্রত্যেকেই।
মুম্বই: গত ২ অক্টোবর দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থার (Samantha Rath Prabhu) সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন অভিনেতা নাগা চৈতন্য। বিবাহ বিচ্ছেদের একই পোস্ট দেখা গিয়েছে সামান্থার ইনস্টাগ্রাম হ্যান্ডলেও। এমন ঘোষণা করার পর থেকেই বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে একাধিক আঙুল উঠেছে সামান্থার দিকে। যদিও অভিনেত্রীর সমর্থনে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে মুখ খুলতে দেখা গিয়েছে। এবার নতুন এক কান্ড করলেন নাগা চৈতন্য।
আরও পড়ুন - ঘরে এলো 'প্রথম সন্তান', মিষ্টি ছবি পোস্ট করলেন কাজল আগরওয়াল ও তাঁর স্বামী
বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিয়েছেন, তাই আর এক বাড়িতে থাকা যায় না। তাই নিজের জন্য নতুন বাড়িই কিনে ফেললেন নাগা চৈতন্য। অন্যদিকে এই জুটির পুরনো বাড়িতেই থাকছেন সামান্থা। জানা যাচ্ছে, হায়দরাবাদের জুবিলি হিলস এলাকাতে নিজের জন্য একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন নাগা চৈতন্য। যদিও সেখানে এখনও কাজ চলছে। বাড়ির কাজ শেষ হয়ে গেলেই নতুন বাড়িতে চলে যাবেন তিনি। যদিও সামান্থা কিংবা নাগা চৈতন্য কারও পক্ষ থেকেই এই খবর অফিশিয়ালি জানানো হয়নি।
আরও পড়ুন - এবার বাংলায়! 'মানিকে মাগে হিথে'র দুর্গাপুজো ভার্সনটা শুনেছেন?
বেশ কিছুদিন ধরেই বৈবাহিক সম্পর্কটা ঠিক যাচ্ছিল না সামান্থা রথ প্রভু এবং নাগা চৈতন্যর মধ্যে। গুজব রটেছিল, তাঁদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। গুঞ্জন শুরু হয় যখন অভিনেত্রী সামান্থা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামী নাগা চৈতন্যর পদবী সরিয়ে দেন। এছাড়াও লাল সিংহ চাড্ডা ছবির শ্যুটিংয়ে বিশেষ ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানো হলেও সেখানে যেতে দেখা যায়নি সামান্থাকে। তাই অনুরাগীদের দুইয়ে দুইয়ে চার করে নিতে অসুবিধা হয়নি। সম্পর্কে চিড় ধরার গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে সমস্ত গুঞ্জনকে সত্যি প্রমাণ করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা একটি বিবৃতি দিয়ে করেন সামান্থা এবং নাগা চৈতন্য দুজনেই। এমন রোম্যান্টিক জুটির দাম্পত্যে বিচ্ছেদের ঘটনায় মর্মাহত অনুরাগী থেকে তারকারা প্রত্যেকেই।
আরও পড়ুন - Amitabh Bachchan Birthday: জন্মদিনে নিজের বয়স ভুললেন অমিতাভ! ভুল শুধরে দিলেন মেয়ে শ্বেতা