Special Ops 2: মুক্তি পাচ্ছে 'স্পেশাল অপস ২', কবে, কোথায় দেখবেন জনপ্রিয় এই ওয়েব সিরিজ?
Special Ops 2 Release Date: আগামীকাল, অর্থাৎ ১৮ জুলাই মুক্তি পাচ্ছে কে কে মেনন অভিনীত 'স্পেশাল অপস ২'

কলকাতা: এই সিরিজ দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শকেরা। অবশেষে সেই দিন উপস্থিত। রাত পোহালেই মুক্তি পাবে 'স্পেশাল অপস ২' (Special Ops 2)। কে কে মেনন (Kay Kay Menon) অভিনীত এই সিরিজ দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা। এর আগে একবার এই সিরিজ মুক্তির কথা হয়েও, পিছিয়ে গিয়েছে। বাড়িয়েছে দর্শকদের অপেক্ষা। তবে সেই অপেক্ষার অবসান রাত পোহালেই। আগামীকাল, অর্থাৎ ১৮ জুলাই মুক্তি পাচ্ছে 'স্পেশাল অপস ২'। কখন, কোথায়, কীভাবে দেখবেন এই সিরিজ? দেখে নেওয়া যাক।
কখন কোথায় দেখবেন 'স্পেশাল অপস ২'? (Special Ops 2 Release Date And Time)
আগামীকাল, অর্থাৎ ১৮ জুলাই মুক্তি পাচ্ছে কে কে মেনন অভিনীত 'স্পেশাল অপস ২'। আজ রাত ১২টার পর থেকেই দেখা যাবে এই ওয়েব সিরিজ। জিও হটস্টার (Jio Hotstar)-এ দেখা যাবে এই ওয়েব সিরিজ। আপনার কাছে জিও হটস্টারের সাবক্রিপশন থাকলে আপনিও দেখতে পাবেন 'স্পেশাল অপস ২'। আজ রাত ১২টা থেকে জিও হটস্টারে স্ট্রিমিং হবে 'স্পেশাল অপস ২'। ইতিমধ্যেই এই সিরিজ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। তাঁদের অপেক্ষার অবসান হবে। এই সিজনে মোট ৭ টি এপিসোড থাকবে। সিরিজের পরিচালক নীরজ পাণ্ড নিজেই জানিয়েছেন এই তথ্য। যদিও এর আগের সিজনে ৮ টি এপিসোড ছিল। 'স্পেশাল অপস ২' স্ট্রিমিং হওয়ার কথা ছিল এর আগেই, তবে আইপিএল-এর জন্য এই শোটি পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে মুক্তি পাচ্ছে শো-টি।
দ্বিতীয় সিজনের গল্প ও এগিয়ে যাবে সাইবার অপরাধ নিয়েই। ইন্টেলিজেন্স অফিসার হিম্মত সিং-এর ভূমিকায় আগের মতোই থাকছেন কে কে মেনন। কিন্তু এই সিজনে বাঙালিদের জন্য থাকছে একটা নতুন চমক। তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে একটি হিন্দি ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে তাঁকে। কিন্তু সেই হিন্দি সিরিজ যে জনপ্রিয় 'স্পেশাল অপস' সেই ইঙ্গিত দেননি তিনি। 'স্পেশাল অপস' -এ এবার দেখা যেতে চলেছে টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)-কে।
প্রযোজক নীরজ পাণ্ডের ঝুলিতে রয়েছে 'আ ওয়েডনেসডে', 'বেবি', 'স্পেশ্যাল ২৬'-এর মতো দুর্দান্ত কাজ, তিনি বলছেন 'স্পেশ্যাল অপস তৈরির শুরু থেকেই আমরা চেয়েছি এমন একটা জগৎ গড়তে, যা থ্রিল, স্কেল আর ইমোশন, এই তিনটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে। নতুন সিজনে আমরা সব লেভেলই আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছি।' জিওস্টার-এর অন্যতম প্রধান অলোক জৈন বলেন— 'স্পেশ্যাল অপস স্রেফ একটা সিরিজ নয়, এটা একটা ফ্ল্যাগশিপ কনটেন্ট মাইলস্টোন। দ্বিতীয় সিজন আরও বড়, স্মার্ট আর আবেগপূর্ণ হতে চলেছে।'






















