Srabanti Chatterjee: 'মানুষ ভাবে, শ্রাবন্তী কখনও সিঙ্গল থাকবে না, কেউ না কেউ আছে'
Srabanti Chatterjee on Tollywood Gossip: কখনও নায়ক, কখনও পরিচালক.. শ্রাবন্তীর সঙ্গে বারে বারে কেন নাম জড়ায় ইন্ডাস্ট্রির একাধিক মানুষের?

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে যতই চর্চা হোক না কেন.. তিনি কিন্তু সেই সমস্তকে পাত্তা দেন না মোটেই। তিনি জীবনে বাঁচেন নিজের শর্তে। ইদানিং কাজের ধারা বদলেছেন তিনি। মূলধারার ছবির বাইরেও বেশ কিছু অন্যরকম চরিত্রেও দেখা যাচ্ছে নায়িকাকে। তবে উইন্ডোজ-এর সঙ্গে এই প্রথম কাজ তাঁর। শুধু উইন্জোজ-এর প্রথম ছবি নয়, প্রথম জুটিও। এই প্রথম শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee)-র সঙ্গে জুটি বাঁধছেন তিনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তার ও শিবপ্রসাদের রসায়ন ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের সঙ্গে প্রথমবার কাজ করা থেকে শুরু করে, টলিউডে তাঁকে নিয়ে গসিপ, ব্যক্তিগত জীবন, ছেলের সঙ্গে সম্পর্ক...এবিপি লাইভ বাংলায় (ABP Live Bengali) অনর্গল শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
কখনও নায়ক, কখনও পরিচালক.. শ্রাবন্তীর সঙ্গে বারে বারে কেন নাম জড়ায় ইন্ডাস্ট্রির একাধিক মানুষের? প্রশ্ন শুনেই হেসে ফেললেন শ্রাবন্তী। তারপরে বললেন, 'কী বলব.. আসলে অনেকেই ভেবে ফেলেন.. আমি মানুষের চিন্তাধারার কথাই বলছি, সবাই হয়তো ভাবে, শ্রাবন্তী কখনও সিঙ্গল থাকবে না। কেউ না কেউ জীবনে আছে.. তার জন্যই হয়তো..'। নিজের সম্পর্কে সবচেয়ে ভিত্তিহীন গসিপ কী শুনেছেন শ্রাবন্তী? নায়িকা বলছেন, 'সম্প্রতি একজন পরিচালকের সঙ্গে আমার নাম জড়িয়ে বলা হচ্ছিল। আমি তো আকাশ থেকে পড়েছিলাম যে এটা কী করে হল? অসম্ভব! মানুষজন এটাও ভাবতে পারে! আমি তাঁর নাম নিতে চাই না, কিন্তু যাঁরা এই গুঞ্জনটা করেছেন, তাঁরা বুঝতে পারছেন।'
'মালা-চন্দনে' গানের একটি দৃশ্য ইতিমধ্যেই চর্চায়। শ্রাবন্তীর খোলা পিঠে শিবপ্রসাদের জয় গোস্বামীর কবিতা লেখার দৃশ্য। এর আগেই শিবপ্রসাদ বলেছেন যে তিনি নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে যথেষ্ট আড়ষ্ট। শ্রাবন্তীর ক্ষেত্রেও কি সেই অভিজ্ঞতাই হয়েছিল? নায়িকা বলছেন, 'আমরা দুজনেই ভীষণ নার্ভাস ছিলাম। আমার জন্য ভীষণ নতুন ছিল ব্যাপারটা। এর আগে কখনও এরকম দৃশ্যে আমি অভিনয় করিনি। কিন্তু আমি পুরো ক্রেডিটটা দেব নন্দিতাদির ওপর। উনি যেভাবে আমাদের দুজনকেই সাহস যুগিয়েছেন.. আমার খালি মনে হচ্ছিল যে এরকম তো কোনোসময় দেখিনি যে, পিঠের ওপর কবিতা লিখে প্রেম! বেশিরভাগই চুম্বনদৃশ্য থাকে, জড়িয়ে ধরার দৃশ্য থাকে... কিন্তু এটা একদম অন্যরকম লেগেছে আমার। খুব টেকনিক্যালি শটগুলো নেওয়া হয়েছে। পুরোটাই নন্দিতাদি আমায় দেখিয়ে দিয়েছিলেন কী কী করতে হবে। প্রচুর সাহায্য পেয়েছি, সাহসটা পেয়েছি। আর শেষমেষ দৃশ্যটা খুব ভাল হয়েছে, দর্শকদের ভাল লেগেছে এটাই আমার কাছে প্রাপ্তি। দর্শকরাও এবার তাঁদের প্রেমিকা বা স্ত্রীয়ের পিঠে এমন করে কবিতা লিখতেই পারেন!'





















