Sreelekha Mitra: দার্জিলিংয়ে শ্যুটিং করতে গিয়ে এ কী করছেন শ্রীলেখা মিত্র!
সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা মিত্র কখনও প্রাণের চেয়ে প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটানোর ছবি ভিডিও পোস্ট করেন। কখনও নিজের মতো সময় কাটানোর ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন। এবারও তেমনই একটি ভিডিও পোস্ট করলেন
কলকাতা: বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। দার্জিলিংয়ে শ্যুটিং করতে গিয়ে সেখানে তিনি কী করছেন, তা ক্যামেরাবন্দি করে পোস্ট করেছেন। আর সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
ট্রোল কিংবা বিতর্ক, কোনওটাকেই পরোয়া করেন না টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই নিজের মতো করে নানা কিছু শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কখনও প্রাণের চেয়ে প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটানোর ছবি ভিডিও পোস্ট করেন। আবার কখনও নিজের মতো সময় কাটানোর ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন। এবারও তেমনই দার্জিলিংয়ে শ্যুটিং করতে গিয়ে গার্ল গ্যাংয়ের সঙ্গে তিনি কী করছেন, তার ভিডিও পোস্ট করলেন শ্রীলেখা। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যাতে দেখা যাচ্ছে গার্ল গ্যাংয়ের সঙ্গে বিছানায় বসে 'উফ তেরি আদা' গানে নাচছেন তিনি। আর শ্রীলেখা মিত্রর পোস্ট করা এই ভিডিও দেখে তাঁর অনুরাগীদের মনও বলে উঠেছে 'উফ তেরি আদা'। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'তুমি এতটাই তরুণ।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'সময়টা উপভোগ করো।'
আরও পড়ুন - Radhe Shyam Box Office: মাত্র ৩ দিনেই রেকর্ড ব্যবসা, 'রাধে শ্যাম'-এর বক্স অফিস কালেকশন কত হল জানেন?
প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল, অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবার ছবি পরিচালনা করছেন। ছবির নাম 'এবং ছাদ' (Ebong Chad)। সম্প্রতি সেই ছবির টিজার পোস্টার শেয়ার করে নিলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আশ্চর্য প্রদীপ' অভিনেত্রী শ্রীলেখা মিত্র একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি তাঁর প্রথম পরিচালিত ও প্রযোজিত ছবির টিজার পোস্টার। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'আমার শর্ট ফিল্ম 'এবং ছাদ'-এর টিজার পোস্টার।' অভিনেত্রীর পোস্ট করা ছবিতে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কোনও অনুরাগী কমেন্টে লিখেছেন, 'বেস্ট অফ লাক'। আবার কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'অভিনন্দন। অত্যন্ত আগ্রহী দেখার জন্য।'