ছোটবেলার নৃত্যানুষ্ঠান, ছবি শেয়ার করে নস্ট্যালজিক শ্রীলেখা
হালকা লাল শাড়ি, মাথায় বড় খোঁপা, ফুল। মঞ্চের নৃত্যানুষ্ঠানে এক তরুণীর ছবি। একঝলক দেখলে চেনাই যায় না তাঁকে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
কলকাতা: হালকা লাল শাড়ি, মাথায় বড় খোঁপা, ফুল। মঞ্চের নৃত্যানুষ্ঠানে এক তরুণীর ছবি। একঝলক দেখলে চেনাই যায় না তাঁকে। সোশ্যাল মিডিয়ায় নিজের ছোটবেলার ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
ছোটবেলা থেকেই নাচ শেখেন তিনি। অভিনয়ের পাশাপাশি সমান ঝোঁক রয়েছে নাচের দিকেও। তাঁর ইউটিউব চ্যানেলে নজর রাখলেই দেখা যায় তাঁর নাচের ভিডিও। রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান উপলক্ষ্যেই সোশ্যাল মিডিয়ায় নৃত্যের ভিডিও প্রকাশ করেন শ্রীলেখা। আর আজ ছোটবেলার অনুষ্ঠানের ছবি শেয়ার করে স্মৃতি উস্কে নিলেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে অংশুমান প্রত্যুষ পরিচালিত 'নির্ভয়া' ছবির পোস্টার। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন শ্রীলেখা মিত্র। 'নির্ভয়া' ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রাখছে হিয়া দে। এছাড়াও এই ছবিতে রয়েছেন প্রিয়ঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, শ্রীলেখা মিত্র ও শান্তিলাল মুখোপাধ্যায়। ছবি পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন অংশুমান প্রত্যুষ। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রতীক কুণ্ডু। প্রত্যুষ প্রোডাকশান ও অমৃক এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি।
সম্প্রতি বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ' সব যেন স্যুরিয়াল লাগছে আমার। ফিরে এসে দেখা হল না বাবার সাথে। এই আক্ষেপ আমার সারাজীবন থাকবে।' বিভিন্ন সময় পোস্ট করে বাবার মৃত্যুর জন্য শোকপ্রকাশ করেছেন তিনি। তিনি একটি পোস্টে লেখেন, 'তোমার সঙ্গে কথা হয়েছিল, তুমি আমায় বলেছিলে বোঝাবে, যে তুমি আমার কাছেই আছ। সেটা এমনই এমনই নয়। আমায় প্রমাণ দিয়ে বোঝাতে হবে বলে রাখলাম।' বাবার সঙ্গে অনেকই না বলা কথা রয়ে গিয়েছে শ্রীলেখার। অনেক অব্যক্ত অনুভূতিও। যা সোশ্যাল মিডিয়ায় হয়ত প্রকাশ করা যায় না।কিন্তু হাজার কাজের মাঝেই বারবার মনে পড়ে বাবাকে। তাই তো উৎসবের উল্লাস থেকে নিজেকে দূরেই রেখেছিলেন। কেনেননি শাড়ি। পুজোর সাজেও তাঁর অনীহা, সেই বাবাকে হারানোর বেদনা থেকেই! জানালেন শ্রীলেখা।