Kanchan-Sreemoyee Marriage: 'শহর থেকে অনেক দূরে' সমুদ্রতটে কাঞ্চন-শ্রীময়ী, সামাজিক বিয়ের আগেই মধুচন্দ্রিমা?
Sreemoyee Chottoraj and Kanchan Mallick: ইচ্ছাকৃতভাবেই কোথায় তিনি ঘুরতে গিয়েছেন তা প্রকাশ করলে না অভিনেত্রী। কেবল ক্যাপশানে লিখলেন, 'ছবি সৌজন্য: মিস্টার মল্লিক'।
কলকাতা: সামাজিক বিয়ের আগেই 'শহর থেকে অনেক দূরে' কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)! একসঙ্গে কোনও ছবি শেয়ার না করলেও, বৃষ্টিস্নাত শ্রীময়ীর ছবিই যেন হদিশ দিল সবটা।
সোশ্যাল মিডিয়ায় শুক্রবার সন্ধেয় একগুচ্ছ ছবি শেয়ার করে নেন শ্রীময়ী। সেখানে দেখা যাচ্ছে, একটি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। খোলা চুল, স্নিগ্ধ নো মেকআপ রূপে শ্রীময়ী যেন উপভোগ করছেন প্রকৃতিকে। পিছনে সমুদ্র.. আর কখনও মেঘ, কখনও বৃষ্টি। শ্রীময়ী ব্যালকনিতে দাঁড়িয়ে কখনও ভিজছেন বৃষ্টিতে, কখনও আবার তাকিয়ে রয়েছেন সমুদ্রের দিকে।
ইচ্ছাকৃতভাবেই কোথায় তিনি ঘুরতে গিয়েছেন তা প্রকাশ করলে না অভিনেত্রী। কেবল ক্যাপশানে লিখলেন, 'ছবি সৌজন্য: মিস্টার মল্লিক'। অর্থাৎ, কাঞ্চনের সঙ্গেই ঘুরতে গিয়েছেন তিনি। লোকেশনে লেখা, শহর থেকে অনেক দূরে। আগামী ৬ মার্চ সামাজিকভাবে বিয়ে হওয়ার কথা কাঞ্চন-শ্রীময়ীর। তার আগেই ছোট্ট ছুটিতে শ্রীময়ী কাঞ্চন পাড়ি দিয়েছেন কোনও এক সমুদ্রতটে।
১৯ ফেব্রুয়ারি প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল কাঞ্চন-শ্রীময়ীর আইনি বিবাহের খবর। এর কিছুদিন আগেই কাঞ্চন ও তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কির বিচ্ছেদে আইনি সিলমোহর পড়েছে। এরপরেই নতুন সম্পর্ককে নাম দিলেন কাঞ্চন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজে অবশ্য কেবল একটি ছোট্ট পোস্টই করেছিলেন। সেখানেই বোঝা গিয়েছিল, তৃণমূলের বিধায়ক অভিনেতা ভীষণ মানসিকভাবে নির্ভরশীল শ্রীময়ীর ওপর।
গত ১৪ ফেব্রুয়ারি, ভালাবাসার দিনে আইনি বিবাহ সারেন শ্রীময়ী ও কাঞ্চন। লাল পোশাকে সেজেছিলেন দুজনেই। ঘরোয়া পরিবেশে আইনি বিবাহ করেন তাঁরা। কেবলমাত্র পরিবারের মানুষদের আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করেন কাঞ্চন-শ্রীময়ী। এরপরে অবশ্য বন্ধুদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছেন কাঞ্চন-শ্রীময়ী। সেইদিন মুম্বইয়ের ডিজানারের পোশাকে সাজবেন শ্রীময়ী। সাবেকি মেনুই থাকবে বিয়েতে। যেহেতু সরস্বতী পুজোর দিনে আইনি বিয়ে করেছিলেন তাঁরা, তাই নিরামিষ মেনু ছিল সেদিনের। আশপূরণ হবে বিয়ের দিনে।
View this post on Instagram
আরও পড়ুন: Kareena Kapoor: করিনা-তব্বু-কৃতি এবার বিমানসেবিকা! নতুন গল্পে থাকছে কোন কোন চমক?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।