এক্সপ্লোর
অমিতাভ-শাহরুখের সঙ্গেও সিনেমার অফার ফিরিয়ে ছিলেন শ্রীদেবী, দেখুন সেই তালিকা
1/8

এস এস রাজামৌলির সুপার-ডুবার হিট 'বাহুবলি' সিনেমায় রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে শ্রীদেবীকেই দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ওই চরিত্রে অভিনয় করেন রম্যা কৃষ্ণন। জানা গেছে, ওই সিনেমায় অভিনয়ের জন্য বেশি পারিশ্রমিক চেয়েছিলেন শ্রীদেবী। আর এই কারণেই নির্মাতারা তাঁর পরিবর্তে অন্য অভিনেত্রীকে বেছে নেন।
2/8

'বাগবান' সিনেমায় হেমামালিনীর আগে বিগ বি-র বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রীদেবীকে। ওই সময় রূপোলি পর্দায় কামব্যাকের কথা ভাবছিলেন শ্রীদেবী। কিন্তু বাগবান-এর মতো সিনেমাকে ফিরে আসার পক্ষে উপযুক্ত মনে করেননি তিনি।
Published at : 02 Mar 2018 05:34 PM (IST)
View More






















