এস এস রাজামৌলির সুপার-ডুবার হিট 'বাহুবলি' সিনেমায় রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে শ্রীদেবীকেই দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ওই চরিত্রে অভিনয় করেন রম্যা কৃষ্ণন। জানা গেছে, ওই সিনেমায় অভিনয়ের জন্য বেশি পারিশ্রমিক চেয়েছিলেন শ্রীদেবী। আর এই কারণেই নির্মাতারা তাঁর পরিবর্তে অন্য অভিনেত্রীকে বেছে নেন।
2/8
'বাগবান' সিনেমায় হেমামালিনীর আগে বিগ বি-র বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রীদেবীকে। ওই সময় রূপোলি পর্দায় কামব্যাকের কথা ভাবছিলেন শ্রীদেবী। কিন্তু বাগবান-এর মতো সিনেমাকে ফিরে আসার পক্ষে উপযুক্ত মনে করেননি তিনি।
3/8
'আজুবা'-য় অমিতাভের বিপরীতে শ্রীদেবীকে চেয়েছিলেন সিনেমার নির্মাতা শশী কপূর। কিন্তু জল্পনা ছড়িয়েছিল যে , অমিতাভের সমমর্যাদা ও প্রচার না পাওয়ায় ক্ষুন্ন হয়েছিলেন শ্রীদেবী। সেজন্য ওই সিনেমায় অভিনয় করেননি তিনি। ডিম্পল কাপাডিয়া ওই চরিত্রে অভিনয় করেন।
4/8
শাহরুখ খানের সিনেমা 'ডর'-এ অভিনয়ের প্রস্তাবে রাজি হননি শ্রীদেবী। যশ চোপড়া চেয়েছিলেন, জুলি চাওলা যে ভূমিকায় অভিনয় করেন, সেই চরিত্রে অভিনয় করুন শ্রীদেবী। কিন্তু ওই চরিত্রে অভিনয় করতে রাজি হননি শ্রীদেবী।
5/8
শ্রীদেবীর জন্যই 'ধক ধক গার্লে'র তকমা পেয়েছিলেন মাধুরী দিক্ষীত। কারণ, 'বেটা' সিনেমা এবং বিশেষ করে গানটি শ্রীদেবীর কথা মাথায় রেখেই লেখা হয়েছিল। কিন্তু ওই সময় অনিল কপূরের সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাই ওই সিনেমায় আর অভিনয় করেননি।
6/8
জানা গেছে, 'মহব্বতেঁ' সিনেমাতেও শ্রীদেবী অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তাঁকে ওই সিনেমায় অভিতাভ বচ্চনের প্রেমাস্পদের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শ্রীদেবী প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর চিত্রনাট্য থেকে ওই চরিত্রটি বাদ দেওয়া হয়। তাই সিনেমায় এ ধরনের কোনও চরিত্র ছিল না।
7/8
এছাড়াও 'দিল তো পাগল হ্যায়', 'ইয়াদেঁ', 'মোহরা', 'বাজিগর','আইনা', 'লেকিন'-এর মতো সিনেমায় অভিনয়ের প্রস্তাব শ্রীদেবী ফিরিয়েছিলেন বলে খবর।
8/8
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ৩০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন। বলিউডে বর্ণময় কেরিয়ারে তিনি অনেক সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন। আর এগুলির মধ্যে বেশ কয়েকটি সিনেমা পরবর্তী কালে আইকনিক ফিল্ম হয়ে ওঠে। এই তালিকায় রয়েছে 'বাহুবলি' থেকে 'ডর' ও 'বাগবানে'র মতো সিনেমা। এক নজরে দেখে নেওয়া যাক-