এক্সপ্লোর
ইনি বিশ্বের ধনীতম অভিনেতা! বলিউডেরই, তবে শাহরুখ খান নন

মুম্বই: শোনা যাচ্ছিল, শাহরুখ খান নাকি বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা। মার্কিন কমেডিয়ান জেরি সিনফিল্ডের পরেই তাঁর স্থান। সিনফিল্ডের সম্পত্তির সর্বমোট মূল্য ৮২০ মিলিয়ন মার্কিন ডলার, এসআরকের ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। শাহরুখের এই বিপুল অর্থোপার্জন নিয়ে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় আলোচনাও কিছু কম হচ্ছিল না। কিন্তু না! হেরে গিয়েছেন শাহরুখ। দেখা যাচ্ছে তাঁর থেকেও ধনী আছেন, আর আছেন এই বলিউডেই। তিনি আর কেউ নন, আমাদের জাম্পিং জ্যাক জিতেন্দ্র। ছেলে তুষার কপূর ফ্লপ হিরোদের তালিকায় নাম লেখালে কী হবে, মেয়ে একতা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রীতিমত সম্ভ্রম জাগানো প্রযোজক। আর হ্যাঁ, জিতেন্দ্রর রোজগার সিনফিল্ডের থেকেও বেশি!
জিতেন্দ্র নিজেও তাঁর আমলে হিট নায়ক ছিলেন। তা বলে অমিতাভ বচ্চন তো দূরের কথা, ধর্মেন্দ্র, বিনোদ খান্নাদের তালিকাতেও ছিলেন না তিনি। কিন্তু জিতেন্দ্রর রোজগার শুনলে চমকে উঠবেন। কত বলুন তো? ১.৯২ বিলিয়ন মার্কিন ডলার! অর্থাৎ ১৩,৫০০ কোটি টাকার মত। অনেকেই বলবেন, তাঁর এই অর্থ অভিনয় থেকে আসেনি, এসেছে ব্যবসা থেকে। তাহলে বলতে হয়, শাহরুখও তো নানা ধরনের ব্যবসা করেন। অতএব...
জিতেন্দ্র নিজেও তাঁর আমলে হিট নায়ক ছিলেন। তা বলে অমিতাভ বচ্চন তো দূরের কথা, ধর্মেন্দ্র, বিনোদ খান্নাদের তালিকাতেও ছিলেন না তিনি। কিন্তু জিতেন্দ্রর রোজগার শুনলে চমকে উঠবেন। কত বলুন তো? ১.৯২ বিলিয়ন মার্কিন ডলার! অর্থাৎ ১৩,৫০০ কোটি টাকার মত। অনেকেই বলবেন, তাঁর এই অর্থ অভিনয় থেকে আসেনি, এসেছে ব্যবসা থেকে। তাহলে বলতে হয়, শাহরুখও তো নানা ধরনের ব্যবসা করেন। অতএব... বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















