এক্সপ্লোর
করুণানিধিকে শ্রদ্ধা জানাতে অনুগামীদের ঢল, পদপিষ্ট হযে মৃত ২, জখম বহু

চেন্নাই: প্রয়াত নেতা এম করুণানিধিকে শেষবারের মতো দেখতে হাজির হওয়া জনতার উন্মাদনায় ঘটে গেল দুর্ঘটনা। রাজাজি হলে রাখা প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে কাতারে কাতারে মানুষ সকাল থেকেই ভিড় করতে থাকে। বেলা বাড়তেই ভিড় ক্রমশ জনসমুদ্রের চেহারা নেয়। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এপর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। অনেকের হাত-পা ছড়ে যায় ধাক্কাধাক্কিতে। দমবন্ধ করা অবস্থায় জ্ঞান হারায় বেশ কয়েকজন। প্রয়াত ডিএমকে সভাপতিকে শেষ দর্শনে আসা জনতা ও দলীয় ক্যাডারদের শান্ত থাকতে দলের অস্থায়ী সভাপতি এম কে স্ট্যালিনের আবেদন সত্ত্বেও মর্মন্তুদ ঘটনা এড়ানো যায়নি। জনতাকে নিয়ন্ত্রণে পুলিশের তৈরি ব্যারিকেড বেশ কয়েকটি জায়গায় ভেঙে যায় ভিড়ের চাপে। কোথাও কোথাও সামনে এগোতে গিয়ে বাধা পেয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়ান ডিএমকে কর্মীরা। পরিস্থিতি কঠিন হয়ে ওঠে শেষ শ্রদ্ধা জানানোর জায়গায় পৌঁছনোর জন্য নির্ধারিত এন্ট্রি পয়েন্ট ভেঙে সংলগ্ন সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল কমপ্লেক্স সহ চারদিক থেকে লোকজন ঢুকে পড়ায়। আবার প্রচুর মানুষ নামী দামী লোকজনদের জন্য নির্ধারিত রাস্তায় ঢুকে করুণানিধির শায়িত দেহের সামনে যাওয়ার চেষ্টা করে। গতকাল রাত থেকেই চেন্নাইসহ বহু জায়গা কার্যত বনধের চেহারা নেয়। সরকার ছুটি ঘোষণা করে। সব স্কুল, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, পেট্রল পাম্প বন্ধ রয়েছে। সরকারি, বেসরকারি পরিবহণও ছিল অনিয়মিত। অটোও চোখে পড়েনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















