এক্সপ্লোর
টাইগার শ্রফের সঙ্গে দেখা করতে ঘর ছেড়ে পালিয়ে ধৃত ২ বোন

মথুরা: টাইগার শ্রফ অভিনীত সিনেমা দেখে তাঁকে এতই ভাল লেগে যায় যে, তাঁর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালিয়ে মুম্বই রওনা হয় এখানকার খামনি গ্রামের দুই বোন। তবে জ্যাকি শ্রফ তনয়ের সঙ্গে দেখা করার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। কারণ পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছে তারা। পুলিশ সুপার মুকুল দ্বিবেদী জানান, গত সোমবার রাতে টাইগারের সিনেমা দেখে বাড়ি ফিরে দুই বোন মুম্বই রওনা দেওয়ার প্ল্যান করে। সেই রাতেই মুম্বইয়ের ট্রেন ধরতে প্রাকৃতিক ক্রিয়ার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ে দুজনে। তবে স্থানীয় এক টেম্পো চালক ওদের ভোরবেলা দেখে গ্রামবাসীদের খবর দেন। এদিকে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে ওদের বাড়িতেও। শেষ পর্যন্ত এক জায়গায় ওদের পাকড়াও করে পুলিশ। জেরায় তারা স্বীকার করে, ঘর থেকে হাজার টাকা করে চুরি করেছে দুজনে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















