Subhashree Ganguly: 'সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, ২০১৫-র সঙ্গে আজকের শুভশ্রীর অনেক পার্থক্য'
Subhashree Ganguly on Dev: কোন কোন শর্ত মিললে দেবের সঙ্গে ফের কাজ করবেন শুভশ্রী?

কলকাতা: একসময়ের টলিউডের সফল জুটি, একের পর এক সিনেমা, গভীর রসায়ন, দর্শকদের চোখের মণি। সেই জুটি যে ভেঙে যাবে, তা যেন কখনও ভাবেই পারেননি দর্শকেরা। কিন্তু তাও হল। বছরের পর বছর তাঁদের কোনও সিনেমা এল না একসঙ্গে। দুজনেই কাজ করলেন, নিজের নিজের মতো করে। দর্শকেরা ধীরে ধীরে, তাঁদের একসঙ্গে দেখতে পাওয়ার আশা ছেড়েই দিলেন যেন। তবে তাঁদের এখনও পর্যন্ত শেষ কাজ.. ১০ বছর ধরে বাক্সবন্দি। অবশেষে মুক্তি পাচ্ছে সেই কাজ। মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। ১০ বছর পরে, ফের পর্দায় একসঙ্গে দেব শুভশ্রীর রসায়ন। তবে এত বছর আগের স্মৃতি কি ফিকে হয়েছে গিয়েছে নায়ক নায়িকার মনেও? নাকি আজও জ্বলজ্বল করছে প্রত্যেকটা মুহূর্ত? এবিপি লাইভ বাংলাকে 'ধূমকেতু'-র শ্যুটিংয়ের গল্প শোনালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।
যাঁরা দেব ও শুভশ্রীর জুটির ছবি দেখে স্কুল জীবন, কলেজ জীবন কাটিয়েছেন, তাঁদের কাছে এই সিনেমা একটা টাইম মেশিনের মতোই। আর শুভশ্রীর কাছে? অভিনেত্রী বলছেন, 'আমি বর্তমানে বিশ্বাস করি। তাই এই ছবিটাও আমার কাছে বর্তমান। হয়তো সিনেমাটা বহু বছর আগে করা একটা কাজ, কিন্তু সিনেমাটা যখন এখন মুক্তি পাচ্ছে, সবার মনে হচ্ছে হয়তো এই কিছুদিন আগেই শ্যুটিং করা। আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। ছবির নির্মাতাদের এটা বিশ্বাস ছিল যে সিনেমাটা এখনও সমানভাবে প্রাসঙ্গিক হবে। তবে আমার কাছে এটা একেবারেই টাইম মেশিন নয়।'
'ধূমকেতু'-র সময়ের শুভশ্রী আর এখনকার শুভশ্রী.. পার্থক্য কতটা? নায়িকা বলছেন, 'মানুষ সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। পরিবর্তনই সময়ের স্বভাব। আমরা ভালোর জন্যই পরিবর্তন জরুরি। ২০১৫-র শুভশ্রী আর এখনকার শুভশ্রীর মধ্যে বয়সের পার্থক্য রয়েছে। বলা হয়, বয়স সংখ্যামাত্র। তবে বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে, সেগুলোকে ফেলে দেওয়া যায় না। অভিজ্ঞতাই একটা মানুষকে ভাল বা খারাপ তৈরি করে। আমি জীবনের ইতিবাচক দিকগুলো দেখার সিদ্ধান্ত নিয়েছি। ২০১৫ সালে আমি ভালো ছিলাম, কিন্তু আমি এখন আরও ভালো।'
দেব-শুভশ্রী জুটির গ্রহণযোগ্যতা এখনও দর্শকদের মধ্যে সমানভাবে রয়েছে। ভবিষ্যতে কী পর্দায় ফের তাঁদের একসঙ্গে দেখবেন মানুষ? শুভশ্রী বলছেন, 'কেন নয়? আমি একজন পেশাদার মানুষ। যদি ছবির চিত্রনাট্য আমার পছন্দ হয়, আমার জন্য যে চরিত্রটা ভাবা হয়েছে সেটা আমায় আকর্ষণ করে, তাহলে অবশ্যই আবার একসঙ্গে কাজ করব।'






















