Yuvaan-Yaalini: এই প্রথম.. ইউভানের জন্মদিনে ইয়ালিনির ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী! কেমন দেখতে হল রাজ-কন্যাকে?
Subhasree Ganguly and Raj Chakraborty: একরত্তি কন্যা ইয়ালিনির মুখের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। ইয়ালিনির জন্মের পর থেকে একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী।
কলকাতা: পায়ে পায়ে চার। চার বছরে পা দিল ছোট্ট ইউভান। মা হওয়ার ৪ বছর পূর্ণ করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। আর বিশেষ এই দিনে বড় চমক দিয়েন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর শুভশ্রী। এই প্রথমবার, একরত্তি কন্যা ইয়ালিনির মুখের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। ইয়ালিনির জন্মের পর থেকে একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী। তবে সবটাই পিছন দিক থেকে অথবা মাথা বা হাতের ছবি। আর এবার, এই প্রথমবার ইউভানের কোলে একরত্তি ইয়ালিনিকে প্রকাশ্যে আনলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ছবি।
ছোট্ট ইউভানের জন্মের পরেই তাঁর ছবি প্রকাশ্যে এসেছিলেন রাজ ও শুভশ্রী। খুদের ছোট্ট ছোট্ট কাজও সোশ্যাল মিডিয়ায় বন্দি করে রাখতে ভালবাসতেন তাঁরা। তবে ইয়ালিনির ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে ইয়ালিনিকে দূরেই রেখেছিলেন শুভশ্রী ও রাজ। এর আগেও রাজ বলেছিলেন যে ইউভানের ক্ষেত্রে তাঁরা যে ভুল করেছেন, ইয়ালিনির ক্ষেত্রে তা করবেন না। তবে এই প্রথম, খুদে ইয়ালিনির ছবি প্রকাশ্যে আনলেন শুভশ্রী ও রাজ। সোশ্যাল মিডিয়ায় ইয়ালিনিকে দেখে ভালবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, 'ছোট্ট দুটো পুতুল'। কেউ আবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইউভানকে। আর শুভশ্রী ইউভানের সঙ্গে ইয়ালিনির ছবি শেয়ার করে লিখেছেন, 'শুভ জন্মদিন দাদা ইউভান'।
এর আগেও অবশ্য ইয়ালিনির ছবি প্রকাশ্যে এনেছিলেন শুভশ্রী। তবে দেখা যায়নি ইয়ালিনির মুখ। ইয়ালিনিকে পিছন ফিরিয়ে, নিজের মুখের অর্ধেকটা ঢেকে নিয়েছিলেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখেই ভালবাসা উজাড় করে দিয়েছিলেন অনেকে। তবে এবার প্রকাশ্যে এল ইয়ালিনির মুখ। দুটি ছবির মধ্যে একটিতে ছোট্ট ইয়ালিনি ইউভানের গায়ে হেলান দিয়ে বসে রয়েছে। অন্য ছবিতে ইয়ালিনি হামাগুড়ি দিচ্ছে আর মিষ্টি হাসছে ইউভান।
View this post on Instagram
আরও পড়ুন: Kareena Kapoor on Maliaka: বাবাকে হারিয়েছেন মালাইকা, পাশে থাকতে সমস্ত কাজ বাতিল করলেন বন্ধু করিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।