Subhasree-Abir: মাতৃত্ব যেন বাধা না হয় কেরিয়ারে.. ইয়ালিনিকে সামলেই আবিরের সঙ্গে নতুন ছবির প্রস্তুতি শুরু শুভশ্রীর
Subhasree Ganguly: সদ্য মা হয়েছেন শুভশ্রী। ইউভানের পরে, শুভশ্রীর কোলে এসেছে একরত্তি 'রাজকন্যা' ইয়ালিনি
কলকাতা: নতুন কাজের ঘোষণা হয়েছিল আগেই। আর এবার, সোশ্যাল মিডিয়ায় 'বাবলি'-র প্রস্তুতির ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সেখানে দেখা গেল, পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র অফিসে বসে রয়েছেন শুভশ্রী। পাশে রয়েছেন 'বাবলি'-র নায়ক আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় রাজের একটি ছবি শেয়ার করে মজা করে শুভশ্রী লিখেছেন, 'স্যারের সঙ্গে প্রস্তুতি'।
সদ্য মা হয়েছেন শুভশ্রী। ইউভানের পরে, শুভশ্রীর কোলে এসেছে একরত্তি 'রাজকন্যা' ইয়ালিনি। ডিসেম্বর মাসেই জন্ম হয়েছে ইয়ালিনির। এখনও সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি রাজ বা শুভশ্রী কেউই। তবে একরত্তি মেয়েকে বাড়িতে রেখেই কাজে ফিরেছেন শুভশ্রী। ইতিমধ্যে একদিন সাংবাদিকদের প্রশ্নে শুভশ্রী এও জানিয়েছিলেন যে ইয়ালিনি ভাল আছে। তবে শুভশ্রী যেমন মাতৃত্ব উপভোগ করছেন, তেমনই উপভোগ করছেন জীবনও। ইয়ালিনির সঙ্গে যেমন সময় কাটান তিনি, তেমনই তাঁকে দেখা যায় বিভিন্ন পার্টিতেও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করে নেন তিনি। তাতে কটাক্ষের শিকার হলেও তাকে থোড়াই কেয়ার শুভশ্রীর। তিনি নিজের জীবনকে বাঁচেন নিজের শর্তেই।
সদ্য সোশ্যাল মিডিয়ায় এই ছবির ঘোষণা করেছিলেন রাজ। তাঁর সেই পোস্টে চোখ রাখলেই দেখা যায়, তিনি এই ছবিকে উল্লেখ করেছেন ২০২৪-এর সবচেয়ে বড় চমক হিসেবে। হবে নাই বা কেন। বুদ্ধদেব গুহ (Buddhadev Guha)-র প্রেমের উপন্যাস 'বাবলি'। সেই ছবিতেই প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির শুভশ্রীকে। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নিয়েছেন রাজ। সদ্য মেয়ের জন্ম দিয়েছেন শুভশ্রী। দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। আর জীবনের এই নতুন অধ্যায়ের পরে, 'বাবলি'-র হাত ধরেই পর্দায় ফিরবেন শুভশ্রী। এই ছবির জল্পনা চলছিল অনেকদিন থেকেই। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন রাজ।
সদ্য সোশ্যাল মিডিয়ায় ক্রিসমাস উদযাপনের ছবি ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় সদ্যই ক্রিসমাসে ঘরোয়া পার্টির ছবি শেয়ার করে নিয়েছিলেন রাজ ও শুভশ্রী.. সেখানে প্রত্যেকের মাথাতেই দেখা গেল সান্টাক্লজের লাল-সাদা টুপি। ইউভানের চোখে বিশাল এক চশমা আর শুভশ্রীর মাথায় ডিয়ার ব্যান্ড। প্রত্যেকের মুখে হাসি... সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি দেখে অনুরাগীরা শুভেচ্ছা আর ভালবাসা জানিয়েছিলেন। হালকা মেকআপে গাঢ় লিপস্টিকে শুভশ্রীকে দেখাচ্ছিল দারুণ। আজ বাইরে উদযাপন না করে, বাড়িতেই পরিবারের সঙ্গে পার্টির আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি।
আরও পড়ুন: Ira Khan Marriage: উদয়পুরে রীতি মেনে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন আমির-কন্যা ইরা, ভাইরাল বিয়ের ভিডিও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।