Subhasree Parambrata Bonny: রহস্যের মোড়কে নতুন সুর, মুক্তি পেল 'ডাঃ বক্সী'-র 'তোমায় কথা দিলাম'
Subhasree Parambrata Bonny: নতুন ধরনের রহস্য নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন ডাঃ বক্সী। পরিচালক সপ্তাশ্ব বসুর আগের ছবি 'প্রতিদ্বন্দ্বী' তে ডাঃ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
কলকাতা: মুক্তি পেল 'ডাঃ বক্সী' (Doctor Bakshi) ছবির প্রথম গান 'তোকে ছুঁয়ে দিলাম'। পরিচালক সপ্তাশ্ব বসু (Saptaswa Basu)-র পরিচালিত, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) অভিনীত ছবি 'ডাঃ বক্সী' -র প্রথম গান। এসএমভি স্টুডিওজের প্রযোজনায় ও রোল ক্যামেরা অ্যাকশনের সহ প্রযোজনায় মুক্তি পাবে ছবিটি।
এই গানের মিউজিক করেছেন শুভদীপ মিত্র (Subhadeep Mitra)। গানটি লিখেছেন তিথি দত্ত (Tithi Dutta)। গানটি গেয়েছেন শিল্পা রাও (Shilpa Rao) ও অর্ণব দত্ত (Arnab Dutta)।
নতুন ধরনের রহস্য নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন ডাঃ বক্সী। পরিচালক সপ্তাশ্ব বসুর আগের ছবি 'প্রতিদ্বন্দ্বী' তে ডাঃ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যেখানে দেখা গেছিল নানা ধরণের মেডিকেল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। সেই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, সৌরভ দাসের মত দাপুটে অভিনেতারা। 'প্রতিদ্বন্দ্বী'তে দেখা যায় ডাঃ বক্সীর জন্য প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষের। ডাঃ বক্সীর উদ্দেশ্য মহৎ হলেও তাঁর কাজ করার পদ্ধতি ছিল অনৈতিক। ফলে এখান থেকেই দানা বাঁধে প্রশ্ন, যখন একজন মানুষ বৃহত্তর স্বার্থের জন্য কিছু মহৎ কাজ করে তখন তাঁর কাজের পদ্ধতির সঙ্গে কি নৈতিকতা ও অনৈতিকতার প্রশ্ন জড়িয়ে রাখা উচিত?
আরও পড়ুন: Manabjomin: স্কুল তৈরি করে মেয়েদের বিয়ে রুখতে পারবেন পরমব্রত-প্রিয়ঙ্কা? উত্তর শ্রীজাতর 'মানবজমিন'-এ
এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবারও পর্দায় ডাঃ বক্সীকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অরিন্দম। তবে আগের বারের মত এই ছবিতে দেখা যাবে না অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ট্র্যাভেল ব্লগার মৃণালিনী সেনের চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। টুইস্ট আছে বনি সেনগুপ্তর চরিত্রে। তাঁকে প্রথমে দেখা যাবে ব্যাঙ্কারের চরিত্রে যে পরবর্তী সময়ে অপরাধীতে পরিণত হয়। বনির চরিত্রের নাম আদিত্য মুখোপাধ্যায়। এবার গল্প কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার।
View this post on Instagram