Subhasree-Yuvaan: কার্টুনের অনুকরণ করে ইউভানের সঙ্গে নাচ শুভশ্রীর, সোশ্যাল মিডিয়া মজল মা-ছেলের খুনসুটিতে
Subhasree-Yuvaan Video: কাজের বাইরে এখন গোটা সময়টা ইউভানের সঙ্গেই কাটছে শুভশ্রীর। রাজনীতি ও ছবির ব্যস্ততা এড়িয়ে খুদের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজও
কলকাতা: মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। বাড়িতে, খুদেদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি, পাশাপাশি চলছে শ্যুটিংও। সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। সেখানে দেখা যাচ্ছে, টিভিতে কার্টুন চালিয়ে নাচ করছে ইউভান (Yuvaan)। আর সেই টিভির কার্টুনকে অনুকরণ করে নাচছেন শুভশ্রীও। সোশ্যাল মিডিয়ায় মা ছেলের এই মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাজ।
কাজের বাইরে এখন গোটা সময়টা ইউভানের সঙ্গেই কাটছে শুভশ্রীর। রাজনীতি ও ছবির ব্যস্ততা এড়িয়ে খুদের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজও। পরিবারে আসছে নতুন সদস্য, সেইজন্য অধীর অপেক্ষায় রয়েছেন তাঁরা। পরিবারে নতুন সদ্য আসার খবরও ইউভানের ছবি দিয়েই। ইউভান বড়ভাই হচ্ছে, এই লাইন লিখেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছিলেন রাজ ও শুভশ্রী দুজনেই।
সদ্য, রথযাত্রার সময় দেবতার আশীর্বাদ নিতে পুরী গিয়েছিলেন রাজ ও শুভশ্রী। রাজ ও শুভশ্রী জগন্নাথদেবের ভক্ত। অন্য আর পাঁচটা বাঙালি পরিবারের মতোই হামেশাই পুরীতে আসা-যাওয়া লেগে থাকে রাজ-শুভশ্রীর। জীবনের অনেক বড় কাজের আগেই জগন্নাথদেবের আশীর্বাদ নিতে যান তাঁরা। উল্টোরথের আগেই পুরীতে পৌঁছে গিয়েছিলেন রাজ ও শুভশ্রী। সঙ্গ নিয়েছিলেন শ্রাবন্তীও। অভিনেত্রী রাজ ও শুভশ্রীর প্রতিবেশী, থাকেনও তাঁদের আবাসনেই।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ছবি। সেখানে দেখা গেল, সাদা সালোয়ার কামিজে, মাথায় ওড়না দিয়ে রথের উৎসবে সামিল হয়েছিলেন শুভশ্রী ও শ্রাবন্তী। সাদা পোশাকে শুভশ্রীকে ভিড়ের থেকে আগলে ছিলেন রাজ। জগন্নাথ মহাপ্রভুর মন্দির দর্শনও করেন তাঁরা। এর আগে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী ও শ্রাবন্তীর সমুদ্রের ধারে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে এসেছে। এই সফরে সামিল হয়েছিলেন শুভশ্রীর বন্ধুরাও।
মা হওয়ার খবর একটি মিষ্টি পোস্টের মাধ্যমে দিয়েছিলেন রাজ ও শুভশ্রী। মঙ্গলবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় ইউভানের একটি ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী ও রাজ দুজনেই। সেখানে হাসি মুখ দেখা যাচ্ছে পুঁচকে ইউভানের। পরনে সাদা টি-শার্ট। তাতে লেখা 'বিগ ব্রাদার' অর্থাৎ বড় দাদা। মুখ দেখা না গেলেও পরিষ্কার বোঝা যাচ্ছে ছেলের দুই হাত শক্ত করে ধরে রয়েছেন রাজ ও শুভশ্রী। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ইউভানের পদোন্নতি হয়েছে বড় দাদায়।' আরও একটি অন্য ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, ইউভান পিছন ফিরে আঁকড়ে ধরে রয়েছে মাকে। সেখানেও তার টি-শার্টের পিছনে দেখা যাচ্ছে বিগ ব্রাদার লেখা কথাটি।
View this post on Instagram
আরও পড়ুন: Karan-Vicky: কর্ণ-ভিকির যুগলবন্দিতে বলিউড পাবে নতুন জুটি, ছবি মুক্তি আগামী বছর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial