Sushmita Dey: ধারাবাহিকের প্রেম বাস্তবেও? অনির্বাণ নয়, এখন সাহেবের প্রেমেই হাবুডুবু সুস্মিতা?
Bengali Serial: নতুন ধারাবাহিক 'কথা' -তে সুস্মিতার বিপরীতে রয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য্য়। এই কথার সেট থেকেই নাকি আলাপ সাহেব ও সুস্মিতার
কলকাতা: সম্পর্ক নিয়ে গুঞ্জন.. তবে না নিয়ে মুখ খোলেননি নায়ক বা নায়িকা কেউই। তবে ধারাবাহিকে তাঁদের রসায়নে মজে দর্শকেরা। টিআরপি-র তালিকায় বেশ উপরের দিকেই থাকেন এই পর্দার জুটি। তবে সেই সম্পর্ক কী গড়িয়েছে বাস্তবেও? প্রেম করছেন 'কথা' আর 'অগ্নিভ'? টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, পর্দার প্রেম নাকি গড়িয়েছে বাস্তবেও।
অভিনেত্রী সুস্মিতা দে-র (Susmita Dey) বাস্তবের সম্পর্কের কথা অজানা নয় কারও। অনির্বাণ রায় (Anirban Roy)-এর সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। একটি রিয়্যালিটি শো থেকেই তাঁদের আলাপ, তারপরে সেখান থেকেই সম্পর্কের শুরু। অনির্বাণ সবসময়েই সুস্মিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। শোনা যায়, যৌথভাবে ফ্ল্যাটও কিনেছিলেন অনির্বাণ ও সুস্মিতা। তবে তাল কাটল সুস্মিতার নতুন ধারাবাহিকের মাঝপথ থেকেই।
নতুন ধারাবাহিক 'কথা' -তে সুস্মিতার বিপরীতে রয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য্য় (Saheb Bhattacharyya)। এই কথার সেট থেকেই নাকি আলাপ সাহেব ও সুস্মিতার। তারপরে একসঙ্গে কাজ করতে করতে বন্ধুত্ব, আর তারপরে কী প্রেম? অনুরাগীরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন অনির্বাণের সঙ্গে কোনও ছবি নেই সুস্মিতার। নেই একসঙ্গে সময় কাটানোর কথাও। বরং সাহেবের সঙ্গেই তাঁর ছবিতে ভরা সোশ্যাল মিডিয়া।
অন্যদিকে এই গুঞ্জন সদ্য আরও উস্কে দিয়েছিল অনির্বাণের একটি পোস্ট। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনির্বাণ লিখেছিলেন, ''সুস্মিতা দে সংক্রান্ত কোনও প্রশ্ন আমায় করবেন না বা কোনও পোস্টে আমায় জড়াবেন না। কিছু ব্যক্তিগত কারণে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।'' পরে অবশ্য সেই পোস্ট ডিলিটও করে দেন তিনি। তবে ততক্ষণে সেই পোস্ট ছড়িয়ে পড়েছে। অনেকেই বার্তা দিয়েছিলেন তাঁর পাশে দাঁড়ানোর। কিন্তু এই সম্পর্ক নিয়ে সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি।
অনেকেই মনে করছেন, সুস্মিতা আর সাহেবের সম্পর্কের কারণেই ভেঙেছে সুস্মিতা অনির্বাণের সম্পর্ক। তবে এ নিয়ে মুখ খুলতে চাননি অনির্বাণ, সুস্মিতা বা সাহেব কেউই। সুস্মিতা ও সাহেব, দুজনেই এই সম্পর্ককে কেবলমাত্র পর্দায় সীমাবদ্ধ রাখতেই স্বচ্ছন্দ্য হচ্ছেন। তবে আদৌ সুস্মিতা আর সাহেবের মধ্যে সম্পর্কের সমীকরণ কী, সেই কথা জানেন কেবল তাঁরাই।
View this post on Instagram
আরও পড়ুন: Ritabhari Chakraborty: বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে কেক খেলেন, কেমন কাটল ঋতাভরীর জন্মদিন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।