Sudip and Pritha: দাম্পত্যে ইতি? সত্যিই বিচ্ছেদ হয়ে গিয়েছে সুদীপ ও পৃথার?
Sudip Mukherje and Pritha Chakraborty: শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর আর সুদীপের একটি ছবি শেয়ার করে নিয়েছেন পৃথা। লিখেছেন, আমি আর সুদীপ মুখোপাধ্যায় আর একসঙ্গে নেই।

কলকাতা: টলিউডে আরও এক ভাঙনের সুর। তাঁদের প্রেম শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। বয়সের ফারাক অনেকটা বেশি হলেও, তা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের সম্পর্কে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে শুরু তাঁদের প্রেম। আর সেই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই ছড়িয়ে পড়ল তাঁদের বিচ্ছেদের খবর! শনিবার নৃত্যশিল্পী পৃথা চক্রবর্তীর (Pritha Chakraborty) একটি পোস্ট দেখে সবাই কার্যত চমকে উঠেছিলেন। প্রত্যেকেই জানেন যে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের (Sudip Mukherjee) সঙ্গে বৈবাহিক সম্পর্কে রয়েছেন তিনি। আর সেই বৈবাহিক সম্পর্কেরই কি ইতি ঘটতে চলেছে? বিচ্ছেদ হয়ে গিয়েছে সুদীপ আর পৃথার! অন্তত পৃথার সোশ্যাল মিডিয়া সেই হদিশই দিচ্ছে।
শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর আর সুদীপের একটি ছবি শেয়ার করে নিয়েছেন পৃথা। লিখেছেন, আমি আর সুদীপ মুখোপাধ্যায় আর একসঙ্গে নেই। আমাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে আমরা চিরকাল বন্ধু থাকব।' এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড়। অনেকেই জানতে চেয়েছেন, ঠিক কী হয়েছে তাঁদের মধ্যে। তবে এ নিয়ে খোলাখুলিভাবে কিছু জানাননি পৃথা। অন্যদিকে সুদীপকে বর্তমানে দেখা যাচ্ছে ধারাবাহিক 'চিরসখা'-তে। তাঁর দাবি, পৃথা ও তিনি এখনও এক ছাদের তলায় থাকেন। তাঁদের দুই সন্তান ও রয়েছে। তাঁরা সবাই নাকি একসঙ্গেই থাকছিলেন। তবে পৃথা কেন সোশ্যাল মিডিয়ায় এইরকম খবর দিয়েছেন, তা নিজেই বুঝতে পারছেন না সুদীপ।
এর আগে সোশ্যাল মিডিয়ায় একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সুদীপও। কখনও লিখেছেন 'ডিটাচমেন্ট', কখনও লিখেছেন, 'হতে দাও।' এই সমস্ত পোস্টকি বিবাহ বিচ্ছেদেরই ইঙ্গিত ছিল? তা নিয়ে মুখ খুলতে চাননি সুদীপ। জীবনে সমস্যা থাকলেও, সরাসরি কখনও সেই নিয়ে মুখ খোলেননি। কিন্তু পৃথা কেন এই পদক্ষেপ গ্রহণ করেছেন তা নিয়ে সুদীপও ধোঁয়াশায়। এর আগে সুদীপের বিয়ে হয়েছিল অভিনেত্রী দামিনী বেণী বসুর সঙ্গে। তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। দামিনী ও সুদীপের এক কন্যা রয়েছে।
পৃথার সঙ্গে সুদীপের বয়সের পার্থক্য ২৫ বছর। সেই সময়ে দুজনের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন হয়েছিল। তবে তাঁদের মধ্যে বয়সের পার্থক্য কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। তাঁদের সংসার ছিল সুখেরই। টলিউডের অন্যতম পাওয়ার কাপল ছিলেন তাঁরা। অনুরাগীরাও জানতে চান তাঁদের সম্পর্কে এমন কী হয়েছিল। তবে এ নিয়ে স্পষ্ট করে জানাননি সুদীপ পা পৃথা কেউই।






















