The Kerala Story: 'সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর তৈরি ছবি, জঘন্য সত্যকে তুলে ধরেছে', 'দ্য কেরালা স্টোরি' প্রসঙ্গে মত প্রধানমন্ত্রীর
PM on The Kerala Story: নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে বলেন, 'দ্য কেরালা স্টোরি ছবিটি সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। এটি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে দেখায়।'
নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) এবং শুরু থেকেই একের পর এক বিতর্কে (controversy) জড়িয়েছে এই ছবি। এই বিতর্কিত এই ছবি নিয়ে মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তাঁর কথায় এই ছবি 'সন্ত্রাসী ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে' (terror conspiracy)।
'দ্য কেরালা স্টোরি' প্রসঙ্গে কী প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর?
সম্প্রতি মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত, আদাহ্ শর্মা অভিনীত ছবি 'দ্য কেরালা স্টোরি'। ছবি নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার এই প্রসঙ্গে বক্তব্য রাখলেন খোদ প্রধানমন্ত্রী। ভোট আসন্ন কর্ণাটকে। শুক্রবার বল্লরিতে এক সভার উদ্দেশ্যে মোদি বলেন, 'সন্ত্রাসের জঘন্য সত্য সকলের সামনে তুলে ধরেছে 'দ্য কেরালা স্টোরি', এবং ওদের পরিকল্পনা ফাঁস করে দিয়েছে।'
নিজের বক্তব্যের মাধ্যমে বিরোধী দল কংগ্রেসকে নিশানা করে বলেন, 'দ্য কেরালা স্টোরি ছবিটি সন্ত্রাসের ষড়যন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। এটি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যকে দেখায় এবং সন্ত্রাসীদের পরিকল্পনা ফাঁস করে।'
তাঁর মতে এই ছবির বিরোধিতা করে পরোক্ষে কংগ্রেস এই সন্ত্রাসের পক্ষ নিচ্ছে। তিনি বলেন, 'কংগ্রেস সন্ত্রাসবাদের ওপর নির্মিত এই সিনেমার বিরোধিতা করছে এবং সন্ত্রাসী প্রবণতার সঙ্গে দাঁড়াচ্ছে। কংগ্রেস ভোটব্যাঙ্কের জন্য সন্ত্রাসকে ঢাল করেছে।'
#WATCH | 'The Kerala Story' film is based on a terror conspiracy. It shows the ugly truth of terrorism and exposes terrorists' design. Congress is opposing the film made on terrorism and standing with terror tendencies. Congress has shielded terrorism for the vote bank: PM… pic.twitter.com/qlUQlc3qQf
— ANI (@ANI) May 5, 2023
এর আগে, কেরল হাইকোর্ট 'দ্য কেরালা স্টোরি' ছবির মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে। ধর্মনিরপেক্ষ কেরল সমাজ ছবিটি যেমন, তেমনভাবেই গ্রহণ করবে বলে দাবি করে, হাইকোর্ট এদিন আবেদনকারীদের জিজ্ঞাসা করে যে সিনেমাটি, যা কল্পনা এবং ইতিহাস নয়, তা কীভাবে সমাজে সাম্প্রদায়িকতা এবং সংঘাত সৃষ্টি করবে। ছবির ট্রেলার সম্পূর্ণ দেখে কেরল হাইকোর্টের মত, 'এই ছবি দেখানো হলে কিছুই হবে না। নভেম্বরে ছবির ট্রেলার মুক্তি পায়। ছবিতে আপত্তিকর কী আছে? আল্লাহ একমাত্র ঈশ্বর বলার মধ্যে ভুল কোথায় আছে? এই দেশ নাগরিকদের নিজের নিজের ধর্মে ও ঈশ্বরে বিশ্বাস করার এবং তা ছড়িয়ে দেওয়ার অধিকার দেয়। ট্রেলারে আপত্তিকর কী আছে?' আবেদনকারীদের দাবি, এই ছবি 'নিরীহ মানুষের মন বিষিয়ে দেওয়ার ও লাভ জিহাদ ছড়ানোর ক্ষমতা রাখে।'
আরও পড়ুন: Daily Astrology: শনিবার কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ?
সম্প্রতি, এই ছবি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী খোদ পিনারাই বিজয়ন। মুখ্যমন্ত্রীর দাবি ছিল, 'ছবির মাধ্যমে সঙ্ঘ পরিবার, রাজনৈতিক লক্ষ্য প্রচারে কেরলের ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।'