Sunil Shende Demise: ৭০ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা সুনীল শিন্ডে
Actor Sunil Shende Demise: আজ বিকেলে পরশিওয়াদায় শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। রবিবার রাতেই অভিনেতার মৃত্যু হয় বলে সূত্রের খবর। সোমবার অর্থাৎ আজ সকালেই প্রকাশ্যে আসে অভিনেতার প্রয়াণের খবর
নয়াদিল্লি: প্রয়াত আমির খানের (Aamir Khan)-এর সহ অভিনেতা সুনীল শিন্ডে (Sunil Shende)। সোমবার মুম্বইয়ের ভিলে পার্লে আবাসনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। অভিনেতার এক বন্ধু আজ এই খবর জানান। ছবি ও মিউজিক ক্রিটিক পবন ঝাঁ সংবাদ মাধ্যমকে এই খবর দেন।
আজ বিকেলে পরশিওয়াদায় শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। রবিবার রাতেই অভিনেতার মৃত্যু হয় বলে সূত্রের খবর। সোমবার অর্থাৎ আজ সকালেই প্রকাশ্যে আসে অভিনেতার প্রয়াণের খবর। এখনও পর্যন্ত অভিনেতার মৃত্য়ুর কারণ স্পষ্টভাবে জানা যায়নি। বলিউডে ৩০ বছরের লম্বা কেরিয়ার রয়েছে সুনীলের। অভিনয় করেছেন শাহরুখ খানের সঙ্গেও। গাঁধী (Gandhi), খলনায়ক (Khal Nayak), গয়াল (Ghayaal), জিদ্দি (Ziddi), দার্দ (Daud), মগন (Magan), বিরুদ্ধ (Viruddh) ছবিতে গুরুত্বপূর্ণ সহ অভিনেতার ভূমিকায় দেখা গিয়েছে সুনীলকে।
আরও পড়ুন: Aindrila Sharma Update: কেমন আছেন ঐন্দ্রিলা? খবর না দিয়ে শুধু প্রার্থনার আর্জি জানালেন সব্যসাচী!
আমির খানের (Amir Khan)-এর সরফরোস (Sarfarosh) ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল। এছাড়াও অভিষেক বচ্চন (Abhishek Bacchan) ও অজয় দেবগণ (Ajay Devgan)-এর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজেশ তৈলঙ
Great actor and and a great human being ...Shri Sunil Shende is no more.I was fortunate enough to get a chance to work with him in the serial Shanti, I played his son. Babuji saadar shraddhanjali 💐🙏 pic.twitter.com/Blt1bDOtB0
— Rajesh Tailang (@rajeshtailang) November 14, 2022