Aindrila Sharma Update: কেমন আছেন ঐন্দ্রিলা? খবর না দিয়ে শুধু প্রার্থনার আর্জি জানালেন সব্যসাচী!
Aindrila Sharma Health Update: তবে কি ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়েছে? সব্যসাচীর পোস্ট দেখে আতঙ্কিত হচ্ছেন অনেকেই। তাঁর পোস্টে তো সবসময় আশার কথাই থাকে।
কলকাতা: তাঁর একটা পোস্টের দিকে এখন তাকিয়ে রয়েছেন অনেকেই। কেন? ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) শারীরিক অবস্থা জানার জন্য। তিনি সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। কিন্তু আজকে তাঁর পোস্টে কোনও আশার বার্তা নেই কেন? নেই কোনও শারীরিক অবস্থার খবরও! সোশ্যাল মিডিয়ায় ছোট্ট পোস্ট করে ঐন্দ্রিলার জন্য কেবল প্রার্থনা করতে বললেন সব্যসাচী?
অভিনেত্রীর শারীরিক অবস্থার কী অবনতি হয়েছে? হাসপাতাল সূত্রের শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, ঐন্দ্রিলার শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। অল্প জ্বর রয়েছে তাঁর। এখনও 'সি-প্যাপ' সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা। চিকিৎসকেরা অ্যান্টিবায়োটিকের বদল করেছে তাঁর। এখনও একটা ঘোরের মধ্যেই রয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভালবাসার মানুষের শারীরিক অবস্থার কথা ভাগ করে নেন সব্যসাচী। কিন্তু আজকের পোস্টে কোনও শারীরিক অবস্থার কথা জানালেন না সব্যসাচী। লিখলেন-
'কোনওদিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম।
ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।
Pray for a miracle. Pray for supernatural.
She is fighting against all odds, beyond human.'
তবে কি ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হয়েছে? সব্যসাচীর পোস্ট দেখে আতঙ্কিত হচ্ছেন অনেকেই। তাঁর পোস্টে তো সবসময় আশার কথাই থাকে। ঐন্দ্রিলা অসুস্থ হয়ে পড়ার পরে সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'নিজের হাতে করে ওকে নিয়ে এসেছি, নিজের হাতে করেই ওকে ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা হবে না'। সেই সব্যসাচীর পোস্টে এমন কালো ছায়া কেন? বুক বাঁধছেন অনুরাগীরা, এমনকি চিকিৎসকেরাও। বয়স কম ঐন্দ্রিলার, তাই শরীরে লড়াই করার ক্ষমতা অনেকটাই।
আরও পড়ুন: Ritabhari Chakraborty: হাতে আঁকা রঙিন ট্যাটু, চকোলেট, বেলুনে খুদেদের শিশুদিবস সাজিয়ে দিলেন ঋতাভরী
ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার অনুরোধ করছেন সব্যসাচী। কিন্তু সবাই তো কেবলই ভাল চাইছে তরুণী অভিনেত্রীর। প্রার্থনার জোরেই উঠে বসুক ঐন্দ্রিলা, প্রার্থনা সবার।