এক্সপ্লোর
ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওকেই নিজস্ব পরিচয় গড়ে তুলতে হবে, ছেলে করণের রূপোলি পর্দায় অভিষেক নিয়ে বললেন সানি দেওল

মুম্বই: ‘পল পল দিল কে পাস’ সিনেমার মাধ্যমে রূপোলি পর্দায় অভিষেক হচ্ছে বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে করণের। অভিনয় জগতে ছেলের আত্মপ্রকাশ নিয়ে এই প্রথম মুখ খুললেন সানি। তিনি বলেছেন, ফিল্মি দুনিয়ায় নিজস্ব পরিচয় করণকেই গড়ে তুলতে হবে। ছেলের অভিষেক সিনেমার পরিচালনার করছেন স্বয়ং সানিই। তিনি বলেছেন, আমি যখন বলিউডে এসেছিলাম, তখন মানসিক প্রস্তুতি নিয়েই এসেছিলাম। আমি নিশ্চিত যে, করণ এক্ষেত্রে নিজের মতো করে প্রস্তুতি নিয়েছে। পরে ওকেই স্থির করতে হবে যে, ও নিজেকে কিভাবে প্রকাশ করতে চায় এবং কীভাবে কাজ করতে চায়। সানি আরও বলেছেন, বাবা হিসেবে সর্বদাই ওর পাশে রয়েছি। কিন্তু ওর বদলে তো কাজ করতে পারব না। একজন কী হতে চায়, তা তার ওপরই নির্ভর করছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















