এক্সপ্লোর
Advertisement
সঞ্জয় দত্তর ভূমি সিনেমায় ‘ট্রিপি ট্রিপি’ গানে নাচবেন সানি লিওন
মুম্বই: শাহরুখ খানের ‘রইস’-এর পর আবার আইটেম ড্যান্সে দেখা যাবে বলিউড ডিভা সানি লিওনকে। এবার সঞ্জয় দত্তর কামব্যাক সিনেমা ‘ভূমি’-তে আইটেম ড্যান্স করবেন সানি। আগামী মাসেই ‘ট্রিপি ট্রিপি’ গানের শ্যুটিং হবে। গীতিকার প্রিয়া সারাইয়ার লেখা ওই গানে সুর দিয়েছেন সচিন-জিগর জুটি। কোরিওগ্রাফার গণেশ আচার্য।
সঞ্জয় দত্তর সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সানি। ৩৪ বছরের অভিনেত্রী এক বিবৃতিতে বলেছেন, আইটেম ড্যান্সটি নিয়ে তিনি ইতিমধ্যেই পরিচালক ওমুঙ্গ কুমার ও কোরিগ্রাফার গণেশ আচার্যর সঙ্গে কাজ শুরু করেছেন। রিহার্সালও শুরু হয়ে গিয়েছে। সানি বলেছেন, গণেশ স্যার খুব কড়া ধাঁচের কোরিগ্রাফার। তাঁকে বেশ কিছু কঠিন স্টেপ দিয়েছেন। সেগুলি ঠিকমতো করার জন্য কঠোর পরিশ্রম করছেন বলেও জানিয়েছেন সানি।
সানির সঙ্গে এখনও অবশ্য সঞ্জয় দত্ত দেখা হয়নি। ‘জিসম ২’ অভিনেত্রী জানিয়েছেন, তিনি সঞ্জয় দত্তর বড় ফ্যান। সঞ্জয় দত্তর সঙ্গে অভিনয় করতে মুখিয়ে রয়েছেন সানি।
পরিচালক জানিয়েছেন, সিনেমার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ওই আইটেম ড্যান্স। এর জন্য তাঁরা সানির কথাই ভেবেছিলেন।
আগামী ২২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement