এরআগে এই মেকআপ ব্যবহার করে চেহারায় বদল এনেছিলেন কমল হাসান তাঁর ‘চাচি ৪২০’ ছবির জন্যে। শাহরুখ ‘ফ্যান’ ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে ব্যবহার করেছিলেন এই মেকআপ, হৃত্বিক রোশন ‘ধুম-২’র জন্যে, অমিতাভ ব্যবহার করেছিলেন ‘পা’ ছবিটি করার সময়। ‘কপূর অ্যান্ড সন্স’-এ ঋষি কপূরকে দেখা গিয়েছে প্রস্থেটিক মেকআপ ব্যবহার করতে, ‘রাবটা’য় রাজকুমার রাওকে এবং ‘২.০’ ছবিতে অক্ষয় কুমারকে।
2/8
সেই মেকআপ নেওয়ার সময়ের প্রস্তুতির ছবি নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করেছেন সানি।
3/8
বলিউডের সেক্স বম্ব, এইমুহূর্তে একজন দত্তক নেওয়া কন্যার মা সানি লিওন সম্প্রতি শেয়ার করলেন তাঁর পরবর্তী প্রজেক্ট সংক্রান্ত একটি চমক দেওয়ার মতো ছবি।ছবি সৌজন্যে সানি লিওনের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
4/8
এই মেকআপ ব্যবহার করে ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে সিনে দুনিয়ার বেশ কিছু তারকা অভিনেতার সাথে একই সঙ্গে এবার উল্লেখিত হবে সানির নাম
5/8
6/8
নিজের পরবর্তী ছবিতে কোনও লাস্যময়ী বা আইটেম গার্ল হিসেবে দেখা যাবে না সানিকে। বরং তাঁকে প্রস্থেটিক মেকআপ ব্যবহার করে ছবির চরিত্রের জন্যে দেওয়া হচ্ছে সম্পূর্ণ অন্য লুক