'Vikram' OTT Release: ওটিটিতে মুক্তি পেতে চলেছে কমল হাসানের 'বিক্রম'
'Vikram' OTT Release Date: লোকেশ কনগরাজ পরিচালিত, কমল হাসন- বিজয় সেতুপতি- ফাহাদ ফাসিল- সূরিয়া অভিনীত এই ছবি ৩ জুন বিশ্বজুড়ে মুক্তি পায়। প্রথমদিনেই দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি।
নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে দাপিয়ে ব্যবসা করার পর এবার ওটিটিতে (OTT Release) মুক্তি পেতে চলেছে কমল হাসান (Kamal Haasan) অভিনীত 'বিক্রম' (Vikram)। কবে কোথায় দেখতে পাওয়া যাবে এই ছবি? রইল সব তথ্য।
ওটিটিতে 'বিক্রম'
বিশ্বজুড়ে এই ছবি ইতিমধ্যেই ৪০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে। এবার ওটিটিতে মুক্তি পাবে এই ছবি। ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) ৮ জুলাই থেকে দেখা যাবে 'বিক্রম'।
দর্শকদের থেকে বহু প্রশংসিত এই ছবি। শুধু ভারতীয় ব্যবসাই নয় আন্তর্জাতিক বাজারেও এই ছবি সাড়া ফেলেছে।
View this post on Instagram
লোকেশ কনগরাজ পরিচালিত, কমল হাসান- বিজয় সেতুপতি- ফাহাদ ফাসিল- সূরিয়া অভিনীত এই ছবি ৩ জুন বিশ্বজুড়ে মুক্তি পায়। প্রথমদিনেই দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি।
বেশ কিছু বক্স অফিস রেকর্ড ভেঙেছে এই ছবি। তামিল নাড়ুর (Tamil Nadu) সর্বোচ্চ ব্যবসা করা ছবির তালিকায় এক নম্বরে আপাতত 'বিক্রম'। এবার ওটিটিতেও তামিল (Tamil) , তেলুগু (Telugu) , হিন্দিতে (Hindi) এই ছবি দেখা যাবে ৮ জুলাই থেকে।
আরও পড়ুন: Siddharth Kiara: জুটির ম্যাজিক? পর্দায় ফের সিদ্ধার্থ-কিয়ারার রোম্যান্স দেখার অপেক্ষায় অনুরাগীরা