Siddharth Kiara: জুটির ম্যাজিক? পর্দায় ফের সিদ্ধার্থ-কিয়ারার রোম্যান্স দেখার অপেক্ষায় অনুরাগীরা
Siddharth Kiara new film: সদ্য মুক্তি পেয়েছে কিয়ারার নতুন ছবি 'যুগ যুগ জিও'। 'যুগ যুগ জিও' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন নীতু কপূর এবং কিয়ারা আডবাণী
![Siddharth Kiara: জুটির ম্যাজিক? পর্দায় ফের সিদ্ধার্থ-কিয়ারার রোম্যান্স দেখার অপেক্ষায় অনুরাগীরা Bollywood’s Rumoured Pair Sidharth Malhotra And Kiara Advani To Work On A Romantic Film After 'Shershaah' - Report Siddharth Kiara: জুটির ম্যাজিক? পর্দায় ফের সিদ্ধার্থ-কিয়ারার রোম্যান্স দেখার অপেক্ষায় অনুরাগীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/29/1a8fa5d5ab940505535fcdd591fe17e6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ফের পর্দায় একসঙ্গে কিয়ারা আডবাণী (Kiara Advani) আর সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)? শেরশাহ (‘Shershaah’) ছবির পরে ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে। নিজেদের সম্পর্ক নিয়ে এখনও মুখ না খুললেও বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় এই দুই তারকার প্রেমকাহিনী। শোনা যায়, শেরশাহ ছবি থেকেই তাঁদের সম্পর্কের সমীকরণ গাঢ় হয়েছিল। ফের পর্দার একসঙ্গে কাজ কী আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে তাঁদের সমীকরণকে?
সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি রোম্যান্টিক ছবিতে জুটি বাঁধতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা। ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই শুনে ফেলেছেন সিদ্ধার্থ কিয়ারা। সূত্রের খবর, ছবির চিত্রনাট্য বেশ মনেও ধরেছে তাঁদের। তবে এখনও পর্যন্ত চুক্তিতে সই করেননি তাঁরা।
সদ্য মুক্তি পেয়েছে কিয়ারার নতুন ছবি 'যুগ যুগ জিও'। 'যুগ যুগ জিও' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন নীতু কপূর এবং কিয়ারা আডবাণী। আর ছবির নায়িকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। এই ছবিতে নীতু কপূরের ছেলের বৌয়ের চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। নীতু কপূর বলেন, 'কিয়ারা অসাধারণ একজন মানুষ। আর আমি মনে করি, কিয়ারা সেরা স্ত্রী হবে। ও খুবই মিষ্টি আর ভালো মেয়ে। ওকে না ভালোবেসে থাকা যায়।' একাধিক অনুষ্ঠানে একসঙ্গে আসতে দেখা গিয়েছে সিদ্ধার্থ এবং কিয়ারাকে। যদিও সিদ্ধার্থের সঙ্গে কিয়ারার সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি নীতু কপূর। তিনি অভিনেত্রী হিসেবে কিয়ারার প্রশংসা যেমন করেছেন। তেমনই মানুষ হিসেবেও কিয়ারা কেমন, তা জানিয়েছেন।
আরও পড়ুন: Ekka Dokka: লড়াই থেকেই ভালোবাসা শুরু? শঙ্খ নন, এবার ডিঙ্কার সঙ্গে প্রেম করবেন মোহর!
অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে সদ্য কিয়ারা আডবাণী বলেছেন, 'ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখনই মুখ খোলার জন্য সঠিক সময় আসেনি এখনও। আর গুজবে আমি কান দিই না। পেশাগত দিক থেকে দেখতে গেলে এমন কোনও কিছু আমি চাই না, যা আমার কেরিয়ার এবং পরিবারকে ক্ষতিগ্রস্ত করে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)