এক্সপ্লোর
Advertisement
পরিযায়ী শ্রমিক নন, এবার সহ অভিনেতার দায়িত্ব নিলেন সোনু
পরিয়াযী শ্রমিক নন, এবার সহ অভিনেতার দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। একাধিক ছবিতে মহাত্মা গাঁধীর অভিনয় করা সুরেন্দ্র রাজনকে বাড়ি ফেরানোর আশ্বাস দিলেন সোনু। করলেন সাহায্যও।
মুম্বই: পরিয়াযী শ্রমিক নন, এবার সহ অভিনেতার দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সুদ। একাধিক ছবিতে মহাত্মা গাঁধীর অভিনয় করা সুরেন্দ্র রাজনকে বাড়ি ফেরানোর আশ্বাস দিলেন সোনু। করলেন সাহায্যও।
গত মার্চে একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য মু্ম্বই এসেছিলেন 'যাদু কি ঝাপ্পি' খ্যাত সুরেন্দ্র রাজন। মাঝপথে লকডাউনের জন্য আটকে বাড়ি ফিরতে পারছিলেন না। তাই, নিরুপায় সুরেন্দ্র বাড়ি ফেরার আবেদন করেন সোনুর কাছে। সুরেন্দ্র জানান, গত এক মাস ধরে যে ভাবে দিনের পর দিন সোনু নিজের দায়িত্বে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাচ্ছেন, তা দেখেই ভরসা পেয়েছেন তিনি। এ ছাড়া, ‘আর রাজকুমার’ ছবিতে তিনি সোনুর সহ অভিনেতা ছিলেন।
সুরেন্দ্র আরও জানিয়েছেন, তাঁর সঙ্গে ‘মু্ন্নাভাই’ সঞ্জয় দত্তের এখনও যোগাযোগ আছে। তাঁর কাছে সঞ্জয় দত্ত পুত্রের মতো। তার পরেও তিনি বেশি ভরসা করেছেন সোনুর ওপর। তাঁর কাজ দেখে, বিরক্ত করেননি সঞ্জয়কে।
সুরেন্দ্রকে সোনু কথা দিয়েছেন, আগামী ১৮ জুনের মধ্যে তাঁকে মধ্যপ্রদেশে তাঁর বাড়ি সান্তায় ফিরিয়ে দেবে সোনু। মার্চ থেকে জুন, এই তিন মাস অভিনেতার চলল কী করে? সুরেন্দ্র জানিয়েছেন আরেক শুভানুধ্যায়ী তাঁকে খরচ চালানোর জন্য ৪৫ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া, নিয়মিত রেশন পেয়েছেন আরএসএস-এর থেকে। তাই দিয়ে চালিয়ে নিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement