এক্সপ্লোর
Advertisement
‘ভাই, সবসময় তুমি আমাদের হৃদয়ে থাকবে’, সুশান্তের জন্য় ন্যয়বিচার চাইলেন রায়না
এর আগেও রায়না সুশান্তের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন। সুশান্তের লুকটি সম্ভবত এমএস ধোনি-দি আনটোল্ড ছবির। ছবিতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির চরিত্রে ছিলেন সুশান্ত। রায়না সেই পোস্টে লেখেন, আমার ভাই এখনও কষ্ট পাচ্ছে,কিন্তু আমি জানি সত্য়ের জয় হবেই।
মুম্বই: সুশান্ত সিং রাজপুত মাটির পৃথিবী ছেড়ে চিরতরে চলে গিয়েছেন। কিন্তু অগণিত ভক্ত, গুণগ্রাহীদের স্মৃতিতে জীবন্ত অকালপ্রয়াত অভিনেতা। দেশের ক্রিকেট মহলেও তিনি জনপ্রিয় ছিলেন। তাঁকে স্মরণ করে সদ্য অবসর নেওয়া ক্রিকেটার সুরেশ রায়নায় আবেগমাখা ভিডিও সেকথাই বলছে। ১৪ জুন মারা যাওয়া সুশান্তের মৃত্য়ুরহস্যের তদন্তে নেমেছে সিবিআই। ভিডিও পোস্ট করে তখন রায়না লিখেছেন, আমাদের সবার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে তুমি ভাই। তোমার ভক্তরা অন্য় সব কিছুর তুলনায় তোমায় বেশি মিস করছে। আমার পূর্ণ বিশ্বাস আছে আমাদের সরকার, তার নেতাদের ওপর, যাঁরা তোমায় ন্যয়বিচার দিতে চেষ্টার কোনও কসুর করবেন না। তুমি সত্যিকারের এক অনুপ্রেরণা। রায়নার ভিডিওতে সুশান্তের ছবি সহ একটি আইপড দেখা যাচ্ছে, পিছনে বাজছে সুশান্তের ছবি কেদারনাথ ছবির জান নিসার গানটি। হ্যাশট্যাগ দেওয়া হয়েছে আমরা সবাই এ ব্যাপারে একজোট, ‘জাস্টিস ফর এসএসআর’ এবং ‘ফ্যামিলি নিডস জাস্টিস’।
Brother you will always be alive in our hearts, your fans miss you more than anything! ???? I have full faith on our government & it’s leaders who will leave no stone unturned to bring you justice, you are a true inspiration!????#GlobalPrayersforSSR #JusticeforSSR@narendramodi pic.twitter.com/dziQlhr2vn
— Suresh Raina???????? (@ImRaina) August 24, 2020
এর আগেও রায়না সুশান্তের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন। সুশান্তের লুকটি সম্ভবত এমএস ধোনি-দি আনটোল্ড ছবির। ছবিতে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির চরিত্রে ছিলেন সুশান্ত। রায়না সেই পোস্টে লেখেন, আমার ভাই এখনও কষ্ট পাচ্ছে,কিন্তু আমি জানি সত্য়ের জয় হবেই।
ধোনির বায়োপিকে সুশান্তকে ক্যামেরার পিছন থেকে পরিচালনা করা নীরজ পান্ডে জানিয়েছিলেন, সুশান্ত আর নেই, খবরটা শুনে রায়না বিধ্বস্ত হয়ে পড়েন।
প্রসঙ্গত, প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, তাঁর টাকা-পয়সা হাতিয়ে নেওয়া সহ নানা অভিযোগে এফআইআর দায়ের করেছেন সুশান্তের বাবা কে কে সিং।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement