এক্সপ্লোর
Advertisement
এক আধবার নয়, পাঁচবার কাস্টিং কাউচের মুখোমুখি হন সুরভীন চাওলা, জানালেন খোলাখুলি
এক জায়গায় অডিশন দিতে গিয়েছিলেন, তখন তাঁকে বলা হয় ওজন খুব বেশি। অথচ সে সময় তাঁর ওজন ছিল স্রেফ ৫৬ কেজি, শুনে তাঁর মনে হয়েছিল, এই লোকটার চশমা দরকার।
মুম্বই: টিভি দুনিয়ায় সুরভীন চাওলা পরিচিত মুখ। ছবিতেও কাজ করছেন এখন। আর এবার সুরভীন এমন বোমা ফাটিয়েছেন যে ফিল্মি দুনিয়া চমকে উঠেছে।
সুরভীন বলেছেন, ৫৬ কেজি ওজন হওয়ায় সকলে তাঁকে ওভার ওয়েট বলত। পাঁচ পাঁচবার কাস্টিং কাউচের মুখোমুখি হতে হয়। এর মধ্যে তিনবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে, দুবার বলিউডে। বলিউডের দুজন পরিচালক তাঁকে অঙ্গ প্রদর্শনে চাপ দেন। এক জায়গায় অডিশন দিতে গিয়েছিলেন, তখন তাঁকে বলা হয় ওজন খুব বেশি। অথচ সে সময় তাঁর ওজন ছিল স্রেফ ৫৬ কেজি, শুনে তাঁর মনে হয়েছিল, এই লোকটার চশমা দরকার।
তা ছাড়া টেলিভিশন থেকে বড় পর্দায় যাওয়ায় বৈষম্যের শিকার হতে হয় তাঁকে। অনেকে বলত, টিভিতে কাজ করে তিনি ওভার এক্সপোজড হয়ে গিয়েছেন। সে সময় তিনি ওই প্রযোজকদের থেকে সরে থাকার চেষ্টা করতেন, শুধু বলতেন, মাত্র ১ বছর কাজ করেছেন টিভিতে। পরে তাঁর মনে প্রশ্ন ওঠে, কেন তিনি এমন করছেন। এমন লোককে তো সকলেই কাজ দিতে চাইবে যার আগে কাজের অভিজ্ঞতা আছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement