এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
সুশান্তর মৃত্যু: রিয়াকে মর্গে যেতে দেওয়া নিয়ে বিতর্কে মহারাষ্ট্র সরকারকে ক্লিনচিট রাজ্য মানবাধিকার কমিশনের
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর হাসপাতালের মর্গে তাঁকে শেষবার দেখতে গিয়েছিলেন তাঁর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী। কেন রিয়াকে এই অনুমতি দেওয়া হয়েছিল, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল।
![সুশান্তর মৃত্যু: রিয়াকে মর্গে যেতে দেওয়া নিয়ে বিতর্কে মহারাষ্ট্র সরকারকে ক্লিনচিট রাজ্য মানবাধিকার কমিশনের Sushant Singh Death Case Human Rights Body gives clean chit to Rhea Chakraborty over her morgue visit সুশান্তর মৃত্যু: রিয়াকে মর্গে যেতে দেওয়া নিয়ে বিতর্কে মহারাষ্ট্র সরকারকে ক্লিনচিট রাজ্য মানবাধিকার কমিশনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/28204004/Rhea-C.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর হাসপাতালের মর্গে তাঁকে শেষবার দেখতে গিয়েছিলেন তাঁর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী। কেন রিয়াকে এই অনুমতি দেওয়া হয়েছিল, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। উল্লেখ্য, কুপার হাসপাতালে রাখা হয়েছিল সুশান্তর মরদেহ। রিয়ার মর্গে যাওয়া সংক্রান্ত বিতর্কে মহারাষ্ট্র সরকারকে স্বস্তি দিল রাজ্য মানবাধিকার কমিশন। তারা জানিয়েছে, রিয়াকে শুধুমাত্র 'ওয়েটিং এরিয়া'-তে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
মহারাষ্ট্র মানবাধিকার কমিশনের কার্যনির্বাহী চেয়ারম্যান এমএ সইদ বলেছেন,' জবাবদিহির বিস্তারিত ও এ সংক্রান্ত অন্যান্য নথিপত্র যাচাই করে আমরা মুম্বই পুলিশ ও বৃন্মুম্বই পুরসভার যুক্তি মেনে নিয়েছি। বিষয়টির এখন নিষ্পত্তি হয়েছে'।
রাজ্য মানবাধিকার কমিশনে বিএমসি-র দায়ের করা জবাব অনুসারে, 'আত্মীয়স্বজনের মতো নির্দিষ্ট লোকজনের জন্য ওয়েটিং এরিয়া রয়েছে। অটোপসি রুম ও প্রধান মর্গে মৃতদেহ রাখা হয়। চিকিৎসক ও সংশ্লিষ্ট সহায়ক কর্মী ছাড়া অটোপসি রুমে অন্য কাউকে ঢোকার অনুমতি দেওয়া হয় না। প্রধান মর্গে বিশেষ দায়িত্বপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারেন না'।
বিতর্কে যবনিকা টেনে সইদ বলেছেন, 'যে সব তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত ওয়েটিং এরিয়াতেই ছিলেন। এই জায়গা থেকে তিনি হয়ত প্রয়াত অভিনেতার দেহ দেখতে পেয়েছিলেন'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)