এক্সপ্লোর
ধোনির মেয়ে ছোট্ট জিভাকে কোলে নিয়ে সুশান্ত ও অঙ্কিতা, পুরানো ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আচমকাই জীবনে ছেদ টেনে দিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সুশান্ত সিংহ রাজপুত। ৩৪ বছরে তারকার অকাল মৃত্যুতে শোকবিহ্বল তাঁর অনুরাগী, শুভানুধ্যায়ী ও পরিবার-পরিজন এবং সিনেমা মহল। তাঁর মৃত্যুর পর এক সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে প্রয়াত অভিনেতার পুরানো ছবি ও ভিডিও।

মুম্বই: আচমকাই জীবনে ছেদ টেনে দিয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সুশান্ত সিংহ রাজপুত। ৩৪ বছরে তারকার অকাল মৃত্যুতে শোকবিহ্বল তাঁর অনুরাগী, শুভানুধ্যায়ী ও পরিবার-পরিজন এবং সিনেমা মহল। তাঁর মৃত্যুর পর এক সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে প্রয়াত অভিনেতার পুরানো ছবি ও ভিডিও। এরইমধ্যে মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জিভার সঙ্গে সুশান্ত ও অঙ্কিতা লোখান্ডের দেখা করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। টেলি সিরিয়াল পবিত্র রিস্তা-র জুটির ছোট্ট জিভাকে কোলে নিয়ে খুশিতে মেতে থাকার এই ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সুশান্ত। পর্দায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য সমালোচক মহলে প্রশংসা আদায় করে নিয়েছিল। ধোনির ম্যানারিজম, ব্যাট ধরার ভঙ্গি, তাঁর ট্রেড মার্ক হেলিকপ্টার শট রপ্ত করতে সুশান্ত ধোনির সঙ্গে দেখা করতেন। আর এভাবে ধোনির চরিত্রে সিনেমায় দারুণভাবে নিজেকে মেলে ধরেছিলেন তিনি। ওই সিনেমা বক্সঅফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। সেই সময়ই অঙ্কিতাকে নিয়ে জিভার কাছে গিয়েছিলেন সুশান্ত। সুশান্ত ও অঙ্কিতার একে অপরের সঙ্গে প্রায় ছয় বছর সম্পর্ক ছিল। এরপর দুজনের সম্পর্কে ভাঙন করে। ২০১৬-তে তাঁদের সম্পর্ক বিচ্ছেদ হয়। সুশান্তর শেষকৃত্যের পরদিন তাঁর পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন অঙ্কিতা। সেইসময় তাঁকে খুবই বিধ্বস্ত দেখিয়েছিল। তাঁদের দুজনেরই বন্ধু সন্দীপ সিংহ বলেছেন, সুশান্ত ও অঙ্কিতা একে অপরের জন্যই ছিলেন। তাঁদের সম্পর্ক অটুট থাকলে হয়ত এমনটা হত না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















