এক্সপ্লোর
Advertisement
বলিউডে বিশেষ অবদান, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার স্বীকৃতি, আমেরিকায় সম্মান সুশান্তকে
মৃত্যুর পরেও সুশান্ত এই সম্মান পাওয়ায় খুশি তাঁর দিদি।
ওয়াশিংটন: বলিউডের ছবিতে বিশেষ অবদান, সমাজে অবদান এবং ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে স্বীকৃতি দিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তির হাতে শংসাপত্র তুলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূতদের সংগঠনের নেতা অজয় ভূতোরিয়া।
মৃত্যুর পরেও সুশান্ত এই সম্মান পাওয়ায় খুশি তাঁর দিদি। তিনি বলেছেন, ‘ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি থেকে ভাইয়ের হয়ে এই সম্মান গ্রহণ করতে পেরে আমি বিশেষ গৌরবান্বিত। ভারতীয় ছবিতে অবদান এবং সেবামূলক কাজের স্বীকৃতি পেল আমার ভাই। এই সঙ্কটের সময় সমর্থনের জন্য অ্যাসেম্বলি ও ভারতীয় বংশোদ্ভূতদের সংগঠনকে ধন্যবাদ জানাই।’
On the occasion of Indian Independence Day California recognizes my brother’s @itsSSR overall contribution to society. California is with us.... are you? Thanks for your support California. 🙏#GlobalPrayersForSSR #Warriors4SSR #CBIForSSR #Godiswithus pic.twitter.com/owfFhV2XnM
— shweta singh kirti (@shwetasinghkirt) August 15, 2020
শ্বেতার স্বামী বিশাল কীর্তি বলেছেন, ‘সুশান্তের জন্য ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন চলছে, তাতে সামিল হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত। তাঁরা আশা করছেন, সুশান্তের মৃত্যুর ঘটনার পক্ষপাতহীন তদন্ত হবে। সবাই ভারত সরকারের দিকে তাকিয়ে।’
সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই অব্যাহত। রাজনৈতিক চাপানউতোরও চলছে। এরই মধ্যে সুশান্তের আইনজীবীর বিস্ফোরক অভিযোগ, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময়ের উল্লেখ ছিল না। ফলে এই হত্যারহস্যের তদন্ত নিয়ে নতুন করে সন্দেহ দানা বেঁধেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement