এক্সপ্লোর
Advertisement
একবছরের উপর যোগাযোগ বিচ্ছিন্ন, তবু কেন সুশান্তের মৃত্যুর পর কুপার হাসপাতালে 'বন্ধু' সন্দীপ?
তদন্তের পঞ্চম দিনে গতকাল সিদ্ধার্থ, নীরজ ও কেশবকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্তের প্রাক্তন ও বর্তমান অ্যাকাউন্ট্যান্টকেও। রহস্য বাড়িয়েছে নিজেকে সুশান্তের বন্ধু বলে পরিচয় দেওয়া সন্দীপ শ্রীধরের ভূমিকা।
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য জটিল থেকে জটিলতর হয়ে উঠছে!
একাধিক সম্পর্ক, আধ্যত্মিক গুরু, মাদক, আর্থিক লেনদেন, অবসাদের তত্ত্ব, কালা জাদুর গল্প কী নেই!মঙ্গলবার তদন্তের পঞ্চম দিনে সুশান্তের পরিচারক নীরজ, কেশব, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি ও প্রাক্তন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রজত এবং বর্তমান অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধরকে জেরা করল সিবিআই।
এরইমধ্যে সুশান্ত মৃত্যু রহস্য আরও এক নতুন মোড় নিয়েছে। সন্দীপ সিং, যিনি কিনা সুশান্তের মৃত্যুর পর এই সন্দীপই নিজেকে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করেছিলেন! অঙ্কিতা লোখণ্ডে এবং সুশান্তের ভেঙে যাওয়া প্রেম নিয়ে সুশান্তের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় বড়সড় পোস্টও করেছিলেন সন্দীপ। তিনি লিখেছিলেন, সুশান্তের জীবনে অঙ্কিতা ছাড়া আর কোনও নারীর অস্তিত্ব মেনেই নিতে পারেননি তিনি। বলেছিলেন, অঙ্কিতাই সুশান্তের মা, প্রেমিকা, দিদি সবকিছু ছিল।
কিন্তু, সূত্রের খবর, এহেন সন্দীপ সিংয়ের কল ডিটেলস খতিয়ে দেখে গোয়েন্দারা জানতে পেরেছেন গত এক বছর সুশান্ত ও সন্দীপের মধ্যে একবারও ফোনে কথা হয়নি। দু’তরফ থেকেই ফোন, মেসেজ কিছুই দেওয়া নেওয়া হয়নি। সুশান্তের পরিবারের আইনজীবী প্রথম থেকে দাবি করছেন, তাঁরা সন্দীপকে চেনেন না। সুশান্তের ফ্ল্যাটের কর্মচারীরাও জানিয়েছেন, সন্দীপকে তাঁরা কোনওদিন দেখেননি। তাহলে এখন প্রশ্ন হল, সুশান্তের সঙ্গে এক বছর যোগাযোগ না রাখা সন্দীপ কেন তাঁর মৃত্যুর পর হঠাৎ ঘটনাস্থলে হাজির হয়েছিলেন?
-কে তাঁকে খবর দিয়েছিল?
-সন্দীপ কেন কুপার হাসপাতালে গেছিলেন?
-কেউ কি তাঁকে সেখানে পাঠিয়েছিল?
-কেন সুশান্ত ও অঙ্কিতার প্রেম ভাঙা নিয়ে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছিলেন সন্দীপ?
এবার কি তবে সন্দীপকেও কি জেরা করবে সিবিআই? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement