এক্সপ্লোর
সুশান্তর হাতে ছিল চারটি ছবি, কাজ করার কথা ছিল অস্কারজয়ী রেসুল পুকুট্টির সঙ্গেও, জানালেন প্রযোজক কমল জৈন
সুশান্তর হলে মুক্তি পাওয়া শেষ ছবি ‘ছিছোড়ে’। এটাই বক্স অফিসে তাঁর সফলতম ছবি।

মুম্বই: সদ্যপ্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের হাতে চারটি ছবি ছিল। তার মধ্যে একটি ছবি আবার ছিল অস্কারজয়ী রেসুল পুকুট্টির। ‘সর্পকাল’ নামে ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লেখেন ‘রং দে বাসন্তী’-খ্যাত কমলেশ পাণ্ডে। এছাড়া রুমি জাফরির রোম্যান্টিক কমেডিতেও কাজ করার কথা ছিল সুশান্তর। লকডাউন শেষ হলেই শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। এমনই জানালেন প্রযোজক কমল জৈন। কিন্তু তার আগেই নিজেকে শেষ করে দিলেন সুশান্ত। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কমল জানিয়েছেন, ‘গত সপ্তাহে সুশান্তর সঙ্গে আমার কথা হয়েছিল। লকডাউন আর একটু শিথিল হলেই আমাদের দেখা করার কথা ছিল। ওর হাতে চারটি ছবি ছিল। তার মধ্যে একটি ছবি আমার। এটা একটা বড় প্রোজেক্ট। আমি এখনই বিস্তারিত বলতে পারব না। এই প্রোজেক্টের বিষয়ে সুশান্তর সঙ্গে আমার কথা হয়েছিল।’ কমল আরও জানিয়েছেন, ‘ছিছোড়ের পর থেকে প্রতি মাসে ১৫-২০টি করে চিত্রনাট্য পড়ত সুশান্ত। তবে ও বাছাই করা ছবিতেই কাজ করতে চাইত। বড়মাপের ছবিতে কাজ করার ইচ্ছা ছিল ওর। ফোনে ওর পরবর্তী ছবির বিষয়ে কথা হয়েছিল। ওর হাতে যে ছবিগুলি ছিল, সেগুলির বিষয়ে ও অত্যন্ত আগ্রহী ছিল। তাই ওর এভাবে হঠাৎ মৃত্যুর খবর পেয়ে আমি হতবাক হয়ে যাই।’ সুশান্তর হলে মুক্তি পাওয়া শেষ ছবি ‘ছিছোড়ে’। এটাই বক্স অফিসে তাঁর সফলতম ছবি। ১৫৩ কোটি টাকারও বেশি ব্যবসা করে ‘ছিছোড়ে’। এই ছবিতে সুশান্তর সঙ্গে কাজ করেন শ্রদ্ধা কপূর ও বরুণ শর্মা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















