Ankita Lokhande Wedding: অঙ্কিতা লোখান্ডেকে নতুন জীবনের শুভেচ্ছা সুশান্ত সিংহ রাজপুতের দিদির
Ankita Lokhande Wedding:একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিশতা'র (Pavitra Rishta) শ্যুটিং চলাকালীন প্রেমের বন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিংহ রাজপুত। তবে ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়।
নয়াদিল্লি: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের বিয়ে (Ankita Lokhande and Vicky Jain Wedding) সম্পন্ন হল সম্প্রতি। মুম্বইয়ের এক বিলাসবহুল পাঁচতারা হোটেলে অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় অজস্র ছবি শেয়ার করেন নব দম্পতি।
অঙ্কিতা লোখান্ডে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ভালবাসার ধৈর্য্যশীল কিন্তু আমরা নই। সারপ্রাইজ! আমরা এখন আনুষ্ঠানিকভাবে শ্রী ও শ্রীমতি জৈন।' অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভাসান।
অঙ্কিতা লোখান্ডের নতুন জীবনের শুরুতে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) দিদি শ্বেতা সিংহ কীর্তি (Shweta Singh Kirti)। সুশান্তের সঙ্গে অঙ্কিতার সম্পর্কের কথা সকল অনুরাগীরাই জানতেন। দীর্ঘদিনের সম্পর্কে ছেদ পড়ার কথাও কারও অজানা ছিল না। ২০২০ সালে সুশান্তের রহস্যমৃত্যুর পর ফের নতুন করে শিরোনামে আসেন অঙ্কিতা। পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতার পরিবারের।
এদিন অঙ্কিতার ছবিতে কমেন্ট করে শুভেচ্ছা জানালেন শ্বেতা সিংহ কীর্তি। তিনি লেখেন, 'অভিনন্দন এবং আশীর্বাদ নব দম্পতির জন্য।'
আরও পড়ুন: Gauri Khan: মাদক মামলায় ছেলের নাম জড়ানোর পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট গৌরী খানের
একতা কপূরের (Ekta Kapoor) জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিশতা'র (Pavitra Rishta) শ্যুটিং চলাকালীন প্রেমের বন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা লোখান্ডে ও সুশান্ত সিংহ রাজপুত। তবে ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই খবরে যদিও মন ভাঙে একাধিক অনুরাগীর।
এদিন অঙ্কিতার পোস্টে কমেন্ট করেন টেলি দুনিয়ার একাধিক তারকা। হাজির ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউতও।
সাধারণত বিয়ের কনেদের আমরা লাল লেহেঙ্গায় দেখতে অভ্যস্ত। কিন্তু সেই ছক ভেঙে একেবারে সোনালী লেহেঙ্গায় সাজলেন অঙ্কিতা এবং বলাই বাহুল্য তাঁকে অপরূপ সুন্দরী দেখাচ্ছিল। প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন অঙ্কিতা ও ভিকি। বিয়ের অনুষ্ঠান শেষে মিডিয়া ও পাপারাৎজিদের সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল। তবে শেষমেশ করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য সেই 'রেড কার্পেট ইভেন্ট' তাঁরা বাতিল করেন।