এক্সপ্লোর
Advertisement
'পোষ্য ফাজের বেল্ট গলায় লাগিয়ে খুন করা হয়েছে সুশান্তকে', বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সহকারীর
ফের চাপানউতোর উস্কে দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন সুশান্তের প্রাক্তন সহায়ক অঙ্কিত আচার্য।
মুম্বই: মৃত্যুর তদন্তভার হাতে তুলে নিয়েছে সিবিআই। প্রতিদিন সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। কখনও ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কখনও বিস্ফোরক মন্তব্য, সব মিলিয়ে এখন খবরের শিরোনামে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। আজ প্রায় ১১ ঘণ্টা ধরে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সুশান্ত-রিয়ার কোম্পানিতেও তল্লাশি চালানো হয়। ইডির হাতে এসেছে সুশান্ত রিয়ার কল রেকর্ডও। সেখান থেকেও পাওয়া গেছে একাধিক সন্দেহজনক গতিবিধি। তবে ফের চাপানউতোর উস্কে দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন সুশান্তের প্রাক্তন সহায়ক অঙ্কিত আচার্য।
আজ সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অঙ্কিত বলেন, সুশান্তকে খুন করা হয়েছে। তাঁর মতো মানুষ আত্মহত্যা করতে পারেন না বলে দৃঢ় বিশ্বাস অঙ্কিতের। নিজের বক্তব্যের সমর্থনে যুক্তিও দেন অঙ্কিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখে তিনি বলেন, 'আমি সুশান্ত ভাইয়াকে খুব ভালো করে চিনি। আমি বিশ্বাস করি না এটা আত্মহত্যা। এটা একটা খুনের ঘটনা। সুশান্ত ভাইয়া যদি নিজে গলায় দড়ি দিতেন তবে তাঁর গলায় ইংরেজি ইউ শেপের দাগ থাকার কথা। ঠেলে বেরিয়ে আসার কথা ছিল তাঁর চোখ ও জিভ। এমন অবস্থায় মৃতদেহ মেলেনি। বরং গলায় মিলেছে ইংরেজি ও শেপের দাগ।'
অঙ্কিত আরও বলেন, 'আমি খুশি এই ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে গেছে। আমি এও বলে দিতে পারি সুশান্ত ভাইয়ার গলায় ওটা কিসের দাগ ছিল। ওটা দড়ি নয়, ওই দাগ সুশান্তেরই পোষা কুকুর ফাজ এর গলার বেল্টের। ফাজের বেল্ট গলায় লাগিয়েই শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুশান্ত ভাইয়াকে। '
২০১৯ সালের অগাস্ট পর্যন্ত সুশান্তের সঙ্গে কাজ করেছিলেন অঙ্কিত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement