এক্সপ্লোর
অনুরাগীদের তুলিতে যেন জীবন্ত সুশান্ত, ছবি ভাইরাল ইন্টারনেটে
সুশান্তের অনুরাগীর তুলিতে ফুটে উঠেছে অভিনেতার ভুবন ভোলানো হাসি।

মুম্বই: সুশান্ত আর নেই। কিন্তু ভক্তদের মনে এখনও তাঁর অস্তিত্ব বেশ তরতাজা। সুশান্তের চলে যাওয়ার দুঃখ তাঁর অনুরাগীরা প্রকাশ করছেন কখনও কলমে, কখনও তুলিতে। সুশান্তের মৃত্যুর পর তাঁর এক অনুরাগীর তুলিতে ফুটে উঠেছে একের পর এক ছবি। সেই সব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল । সুশান্তের সেই অনুরাগীর তুলিতে ফুটে উঠেছে অভিনেতার ভুবন ভোলানো হাসি।
সুশান্তের এই ছবিগুলি ভক্তদের মনে করিয়ে দিচ্ছে, "ছিঁচোরে" ছবির সেই বিখ্যাত সংলাপগুলি। যা এখনও ভক্তদের হাজারো প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার শক্তি জোগায়। সেই অভিনেতাই আর বেঁচে নেই, ভাবতেই পারছেন না ভক্তরা। সুশান্তের জীবনের বিভিন্ন কাল্পনিক মুহূর্তের ছবি এঁকেছেন ওই ভক্ত। বিশেষ জনপ্রিয় হয়েছে মায়ের সঙ্গে সুশান্তের ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















