Sushmita Sen: স্বয়ংসম্পূর্ণা.. নিজেকে বিলাসবহুল গাড়ি উপহার সুস্মিতার
Sushmita Sen News: এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি সুস্মিতা। ২ মেয়েকে নিয়ে তাঁর সংসার। এর মধ্যেই একাধিকবার প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছে তাঁর
মুম্বই: তিনি সবসময়েই অন্যরকম, আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী। তাঁকে ঘিরে হাজার প্রশ্ন, বিতর্ক হয়েছে, কিন্তু তিনি আগের মতোই ঝলমলে। অন্য কারও প্রত্যাশা নয়, নিজেকে নিজে উপহার দিতেই ভালবাসেন সুস্মিতা সেন (Sushmita Sen)। নিজেকে ভালবাসা যে কতটা জরুরি, তা যেন প্রকাশ পায় সুস্মিতার প্রতি কাজে।
সদ্য নিজের জন্য একটি গাড়ি কিনেছেন সুস্মিতা। মার্সিডিজ বেঞ্জ। সোশ্যাল মিডিয়ায় এই গাড়ি কেনার মুহূর্তের ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, 'যে নারী গাড়ি চালাতে ভালবাসে, নিজেকেই সে এই শক্তিশালী উপহার দিয়েছে।' সূত্র বলছে, এই কালো রঙের গাড়িটির মূল্য ২ কোটির কাছাকাছি। গাড়ির প্রতি চিরকালের ভালবাসা সুস্মিতার। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন দামি গাড়ি। এবার সেখানে রইল এই কালো মার্সিটিজটি।
আরও পড়ুন: Shah Rukh Khan: রাত ২টোয় অসমের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন শাহরুখ খান, তারপর?
এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি সুস্মিতা। ২ মেয়েকে নিয়ে তাঁর সংসার। এর মধ্যেই একাধিকবার প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছে তাঁর। এর আগে রহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। শুধু তাই নয়, গত বছরই, ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। খবরের শিরোনামে উঠে এসেছিল তাঁদের সম্পর্ক। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি সুস্মিতা। কেবল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি বিয়ে করেননি।
View this post on Instagram