Swastika Mukherjee: মা মেয়ের সহজ সমীকরণ, কালীপুজোয় স্বস্তিকা-অন্বেষার ফ্রেমবন্দি খুনসুটি
Swastika Mukherjee News: জীবন থেকে ভালটুকু নিয়ে ভাল থাকতে ভালবাসেন অভিনেত্রী। তাঁর পোস্টের ছবিতে দেখা গেল শাড়িতে সেজেছেন মা ও মেয়ে দুজনেই।
কলকাতা: মেয়ের সঙ্গে পুজোয় সামিল স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একগুচ্ছ ছবিতে ধরা পড়ল মা-মেয়ের অমলিন সমীকরণ। কলকাতাতেই বন্ধুর বাড়ির পুজোয় সামিল হলেন টলিউড অভিনেত্রী।
সদ্যই স্বস্তিকা নিজেই জানিয়েছিলেন, গত এক মাস ধরে বিভিন্ন হুমকি, অশ্লীল ই মেল পাচ্ছেন তিনি। 'শিবপুর' ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন স্বস্তিকা। মেলে পাঠানো যাবতীয় ছবি, হুমকির ভাষা ও খুঁটিনাটি সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা খোদ। অভিনেত্রীর অভিযোগ, গত ১ মাস ধরে তাঁকে ও তাঁর মহিলা সহকারীকে বিভিন্ন অশ্লীল ইমেল ও হুমকি পাঠানো হচ্ছিল। আর এবার সরাসরি স্বস্তিকার নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে, মিটমাট না করে নিলে এর চেয়েও খারাপ ছবি ছড়িয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, স্বস্তিকা, তাঁর সহকারী এমনকি 'শিবপুর'-এর পরিচালক অরিন্দম ভট্টাচার্য্য (Arindam Bhattacharyya)-পর্যন্ত খুনের হুমকি পেয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি, বিষয়টি ইম্পা-র (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) নজরেও দিয়ে আসেন অভিনেত্রী। এই নিয়ে একটি বৈঠকও হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন স্বস্তিকা, তাঁর আইনজীবী ও তাঁর ম্যানেজার। অন্যদিকে উপস্থিত ছিলেন অন্যতম প্রযোজক অজন্তা সিংহ রায় এবং ছবির এগ্জ়িকিউটিভ প্রোডিউসার সৃজিত। দুই পক্ষের কথাই শোনেন ইম্পা কর্তারা। এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন তিনি। তবে স্বস্তিকার পাশেই রয়েছেন তাঁরা।
আজ সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা যে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন, তাতে অবশ্য নেতিবাচক ভাবনার কোনও চিহ্ন নেই। জীবন থেকে ভালটুকু নিয়ে ভাল থাকতে ভালবাসেন অভিনেত্রী। তাঁর পোস্টের ছবিতে দেখা গেল শাড়িতে সেজেছেন মা ও মেয়ে দুজনেই। স্বস্তিকা লিখেছেন, তিনি ও তাঁর মেয়ে অন্বেষা দুজনেই শাড়ি অদল বদল করে পরেন। শাড়িতে লেগে থাকে মেয়ের গায়ের গন্ধ... সেই কথাও লিখেছেন স্বস্তিকা। সঙ্গে তাঁর ইচ্ছা... 'ছোটরা যেন কখনও বড় না হয়, বাবা-মায়ের বৃদ্ধ বৃদ্ধা না হন... আর যাঁদের ভালবাসা যায়, তাঁরা যেন কাছে থাকে সবসময়।' নেটিজেনরাও মুগ্ধ মা মেয়ের এই সহজ সমীকরণে।
View this post on Instagram