এক্সপ্লোর
Advertisement
‘জানি আর কখনও ফোন করবে না’, বাবার কথা মনে করে আবেগবিহ্বল স্বস্তিকা
প্রয়াত বাবা সন্তু মুখোপাধ্যায়কে স্মরণ করে আবেগবিহ্বল স্বস্তিকা মুখোপাধ্যায়
কলকাতা: প্রয়াত বাবা সন্তু মুখোপাধ্যায়কে স্মরণ করে আবেগবিহ্বল স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর ট্যুইট- ‘যখন কাজ থেকে ফিরতে দেরী হত বাবা বারবার ফোন করে জানতে চাইত, কখন আমি বাড়ি ফিরব?! আমাদের তা নিয়ে ঝগড়াও লেগে যেত। বাবা জানত যে কী উত্তর দেব।তারপরও জিজ্ঞাসা করতেই থাকত। বাবা এখন আর আমাকে কল করে না। আমি জানি, আর কোনওদিনই করবেন না। তাও অপেক্ষা করি, মস্তিষ্কের মধ্যে তার গলার স্বর এখনও বারেবারেই ঘোরাফেরা করে। বাবা-মা-রা যে কেন মারা যান ?’
মাত্র কয়েকমাস আগে ১১ মার্চ প্রয়াত হয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত 'তাসের ঘর'-এর পোস্টার। আর এই পোস্টারে তাঁর ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। এর জবাবও দিয়েছেন অভিনেত্রী।
দিনকয়েক আগে স্বস্তিকার আন্ডারকাট হেয়ারস্টাইলে ছবি নিয়েও ট্রোল করেন নেটিজেনরা। তারও কড়া জবাব দেন অভিনেত্রী। বলেন, 'ব্যাড ইজ ইন'! সেই পোস্টও ভাইরাল হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement