Swastika Mukherjee: '২৪ বছর কাজ করার পরেও অডিশন দিতে যাই', বলিউডে কাজ নিয়ে অকপট স্বস্তিকা
Swastika Mukherjee News: কাজ নিয়ে, কেরিয়ার নিয়ে.. সমস্ত বিষয়েই অকপট তিনি। তা কেবল সাক্ষাৎকারে নয়, সোশ্যাল মিডিয়াতেও একইরকম অকপট তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন
কলকাতা: তিনি নিজের চেষ্টায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। সবসময়েই বলেছেন, তারকা সন্তান হওয়ার পরেও তিনি সুবিধা পাননি একরত্তিও। আর সোশ্যাল মিডিয়ায় সদ্যই কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। আর সেই সঙ্গে শেয়ার করে নিয়েছেন, নিজের মনের কথা। কাজ নিয়ে, কেরিয়ার নিয়ে.. সমস্ত বিষয়েই অকপট তিনি। তা কেবল সাক্ষাৎকারে নয়, সোশ্যাল মিডিয়াতেও একইরকম অকপট তিনি। সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন...
'২৪ বছর কাজ করার পরেও আমি আজই অডিশন দিতে যাই। আমার শেখার ইচ্ছাকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই আমি রূপটান শিখে গিয়েছিলাম। মাকে ধন্যবাদ, আমায় উনি শিখিয়ে দিয়ে গিয়েছেন কীভাবে এক মিনিটে শাড়ি পরে নিতে হয়। এই শহরটা ভীষণভাবে মাটিতে পা রাখতে শেখায়।' এখানেই শেষ নয়, স্বস্তিকা আরও লিখেছেন, 'প্রত্যেক অভিনেতাকে তাঁদের ফাঁপা অহঙ্কার বা ইগো ছেড়ে আসতে হয় ভাল কাজ ও চরিত্রে সুযোগ পাওয়ার জন্য। সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পরে উজ্জ্বল তারার মতোই চমকায়। এমনভাবেই চমকায় যেন সেই আকাশের একমাত্র তারা। আমি ২০-২১ বছর বয়স থেকে কাজ শুরু করি। আর আজ, ৪৪ বছর বয়সেও আমি অন্য আরেকটা শহরে কাজের চেষ্টা করে যাচ্ছি যেটা প্রায় আমার ঘরের মতোই হয়ে গিয়েছে। আমার অভিধানের প্রিয় শব্দ, অধ্যবসায়'।'
ছবির সঙ্গের লেখা থেকেই স্পষ্ট, এই ছবিগুলি কোনও একটা ছবিতে অডিশন দিতে যাওয়ার আগে তোলা। তবে এই প্রথম নয়, স্বস্তিকা এর আগেও মুম্বইতে কাজ করেছেন। এক নয়, একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। তবে তাঁর এই পোস্ট দেখে মনে হচ্ছে, আগামীতে আরও হিন্দি ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁরই অডিশন দিতে শাড়ি পরে প্রস্তুত স্বস্তিকা। একটি নীলচে ও ধূসর কম্বিনেশনের শাড়ি পরেছেন স্বস্তিকা, সঙ্গে ধূসর ব্লাউজ। কপালে লাল টিপ আর এলো চুলে মেঘের মতো থাক থাক। স্বস্তিকাকে আগামীতে কোন হিন্দি ছবিতে দেখা যায় এখন সেইদিকেই তাকিয়ে দর্শকেরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।