Swastika Mukherjee: 'প্রেম করে কাজ পাওয়া থামাব না', কটাক্ষের সোজাসাপ্টা জবাব স্বস্তিকার
Swastika Mukherjee on Her Career: সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লিখেছেন, 'আমি প্রেম করে কাজ পাওয়া থামাবো না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা কেরিয়ারটা দাঁড়িয়ে আছে'
কলকাতা: তিনি চর্চায় থাকেন, বিতর্কেও। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর একটি ছবি 'টেক্কা' (Tekka)। আর সেই ছবি সংক্রান্ত কথা বলতে গিয়েই একটি মজার মন্তব্য করে বসলেন তিনি। স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তাঁর প্রেমজীবন নিয়ে সাধারণ মানুষের উৎসাহের শেষ নেই। তবে নিজের প্রেমজীবন নিয়ে কিন্তু যথেষ্ট খোলামেলা তিনি। আর সোশ্যাল মিডিয়াতেও এবার নিজের প্রেম নিয়ে মুখ খুললেন স্বস্তিকা। কী বললেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লিখেছেন, 'আমি প্রেম করে কাজ পাওয়া থামাবো না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা কেরিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলো ও তাই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক। সৃজিত.. 'টেক্কা'-র জন্য ধন্যবাদ।' এই কথা কার্যত সবাই জানেন যে একটা সময়ে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন স্বস্তিকা। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু সম্পর্ক ভাঙলেও সৃজিতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়নি স্বস্তিকার। তাঁরা কাজ নিয়ে আলোচনা করেন, এমনকি পিছপা হন না একসঙ্গে কাজ করতেও। তবে এই স্টেটাসে, তাঁকে নিয়ে হওয়া যাবতীয় কটাক্ষেরই যেন জবাব দিয়েছেন স্বস্তিকা।
‘টেক্কা’ ছবিতে ইরার চরিত্রে সৃজিত কেন বেছেছিলেন স্বস্তিকাকে? সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভ বাংলাকে স্বস্তিকা বলেছেন, 'ইরা একটা অন্যরকম মা। যখন 'টেক্কা' নিয়ে সৃজিতের সঙ্গে আলোচনা হচ্ছিল, ও আমায় বলেছিল, 'তুমি এই মায়ের চরিত্রটা এক্কেবারে সঠিকভাবে করতে পারবে। আসলে অনেকদিন ধরে পরিচিতি থাকার কারণে আমার মধ্যে যে মাতৃসত্তা রয়েছে, সন্তানকে নিয়ে যে আবেগ রয়েছে সেটা ও স্বচক্ষে দেখতে পেয়েছিল। ও ভেবেছিল ওই মাতৃসত্ত্বাকে জাগাতে পারলেই ইরাটা হয়ে যাবে। আমার মনে হয়েছিল, পরিচালকেরও মনে হয়েছিল আমার থেকে ভাল ইরাটা কেউ করতে পারবে না। 'নিখোঁজ'-এ আমি পুলিশের চরিত্র একবার করে ফেলেছি। আমার মনে হয়েছিল ইরা এক অন্য ধরণের মা। আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ ছিল ইরা। আশা করি দর্শকদের ভাল লাগবে।'
আরও পড়ুন: Kareena on Saif: চার সন্তান, সবাইকে সমান সময় দিতে পারেন সইফ? সত্যি কথাটা ফাঁস করলেন করিনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।