Swastika Mukherjee: 'আমার আর জিতের সম্পর্কের ভাঙন মেয়ে মেনে নিতে পারেনি', অকপট স্বস্তিকা
Swastika Mukherjee on Jeet: সদ্য একটি টক শো-এ সদ্য স্বস্তিকা বলেন, তাঁর জীবনে ৬টি সম্পর্ক রয়েছে। তবে প্রত্যেকটা সম্পর্ককেই তিনি ভীষণ গুরুত্ব দিয়ে দেখতেন

কলকাতা: একটা সময়ে জিৎ-এর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই কথা এখনও জানে টলিউডের সবাই। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনেরই। তাঁরা এখন ব্যস্ত নিজেদের জীবন নিয়ে। মোহনার সঙ্গে সংসার পেতেছেন জিৎ। এক কন্যা আর এক পুত্রসন্তানের বাবা তিনি। অন্যদিকে স্বস্তিকাও ব্যস্ত নিজের জীবন নিয়ে। তবে সদ্যই একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলতে দেখা গিয়েছিল তাঁদের। তখনই মনে হয়েছিল, সম্ভবত বরফ গলেছে এই অভিনেতা অভিনেত্রীর মধ্যে। আর এবার, একটি সাক্ষাৎকারে জিৎ-এর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বস্তিকা।
সদ্য একটি টক শো-এ সদ্য স্বস্তিকা বলেন, তাঁর জীবনে ৬টি সম্পর্ক রয়েছে। তবে প্রত্যেকটা সম্পর্ককেই তিনি ভীষণ গুরুত্ব দিয়ে দেখতেন। কোনও সম্পর্ককেই তিনি কোনোদিন হালকাভাবে নেননি। প্রত্যেকটা সম্পর্ককেই তিনি পরিণতি দেওয়ার কথা ভেবেছিলেন। এরপরে স্বস্তিকা মজা করে বলেন, 'আমার ৬টা সম্পর্ককে এমনভাবে দেখানো হয়, যেন আমার ৬০০ টা সম্পর্ক রয়েছে। তবে তা নিয়ে আমার কোনও আফশোস নেই। আমি কিছু মনে করি না আর। আমি আরও আরও সম্পর্কে যেতে চাই ৫০ ছোঁয়ার আগে।' কথাটা বলেই হেসে ফেলেন অভিনেত্রী।
তবে স্বস্তিকা বলেন, জিতের সঙ্গে তাঁর সম্পর্কের বিচ্ছেদ নিয়ে তাঁর মেয়ে অন্বেষা এখনও পর্যন্ত তাঁকেই দায়ী করেন। অন্বেষা নাকি এখন বলেন, 'মা তুমি এটা কী করলে! তোমাদের সম্পর্কে যাই হয়ে থাকুক না কেন, দোষটা তোমারই ছিল। লোকটাকে কি সুন্দর দেখতে মা.. তোমার এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল না।' স্বস্তিকা আরও বলেন, 'জিৎ-এর বিয়েতে আমার মেয়ে আর আমার বোন গিয়েছিল। ওইদিন তো আমার বোন আক্ষরিক অর্থেই কাঁদছিল। ওরা কেউ আমার সঙ্গে জিতের সম্পর্কের বিচ্ছেদটা মেনে নিতে পারেনি।' স্বস্তিকার দাবি, জিৎ-এর সঙ্গে এতটাই ভাল সম্পর্ক ছিল তাঁর মেয়ের।
স্বস্তিকা নিজের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করেননি। প্রত্যেকটি সম্পর্ক নিয়েই খোলামেলা ছিলেন তিনি। ঠিক একইরকম ভাবে তিনি মেনে নিয়েছেন বিচ্ছেদকেও। একটা সময়ে পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, প্রত্যেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা। তবে এখন তাঁদের কারও সঙ্গেই আর সম্পর্ক নেই অভিনেত্রীর। তবে অভিনেতা ও পরিচালকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে স্বস্তিকার। বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। সদ্য একটি পার্টিতে একসঙ্গে নাচ পর্যন্ত করেছেন তাঁরা।






















