Swastika Shovan Update: ভালোবাসার কোলাজ পোস্ট শোভনের, 'মার খাবি?' লিখলেন স্বস্তিকা!
২৫ সেকেন্ডের ভিডিওতে মুহূর্তের কোলাজ। ভালোবাসার দিনে প্রেমিকা স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নিলেন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)।
কলকাতা: ২৫ সেকেন্ডের ভিডিওতে মুহূর্তের কোলাজ। ভালোবাসার দিনে প্রেমিকা স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নিলেন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায় (Sobhon Ganguly)। আর সেই পোস্টের প্রথমেই রইল স্বস্তিকার আদুরে কমেন্ট।
আজ প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)। রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষটিকে বিশেষ বার্তা পাঠিয়েছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় একটি সুরেলা ছবির কোলাজ ভাগ করে নিয়েছেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। ছোট সেই ইনস্টাগ্রাম রিলে ধরা পড়েছে জুটির একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তেরর গল্প। সেখানে রয়েছে কিছু সেলফি আবার কিছু সাধারণ ছবিও। কোলাজ শেয়ার করে শোভন লিখেছেন, 'শুভ প্রেম দিবস।' প্রায় সঙ্গে সঙ্গে ছবিতে আদুরে কমেন্ট স্বস্তিকার - 'মার খাবি?' লেখার সঙ্গে ভালোবাসার ইমোজি দেখেই বোঝা যায়, এই কমেন্ট নিছকই খুনসুটির। আর সেই খুনসুটিতে সম্মতিও জানিয়েছেন শোভন।
আরও পড়ুন: 'আমার চিরকালের ভ্যালেন্টাইন', অর্ণবের সঙ্গে ছবি শেয়ার করে লিখছেন ঈপ্সিতা
স্বস্তিকা-শোভনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল অনেকদিনই। সেই গুঞ্জনে কার্যত শীলমোহর পড়ে আরের তারকার বিয়ের দিন। দুর্নিবার সাহার বিয়েতে একসঙ্গে দেখা যায় শোভন-স্বস্তিকাকে। তারপরেই শুরু হয় তাঁদের প্রেম নিয়ে চর্চা। এরপর অবশ্য সরাসরি স্বীকার না করলেও সম্পর্ক নিয়ে খুব একটা রাখঢাক করতে চাননি স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার শোভনের সঙ্গে মিষ্টি ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কম যাননি শোভনও। স্বস্তিকার সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।
সদ্য 'উত্তরণ' সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা। তনয়ার চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল? স্বস্তিকা বলছেন, 'ঠিক একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে যেমন হয়, পর্দায় তাঁর চরিত্রটা ঠিক তেমনই। নিজের হবু স্বামী, তার পরিবার এসবের দিকেই তার বেশি নজর। পর্ণা মানে গল্পের নায়িকার সঙ্গেও তার সম্পর্ক ভালো। কিন্তু ওই ভিডিও ক্লিপিংস ফাঁস হওয়ার পর তনয়ার মনে হয়, পর্ণা বৌদিই দোষী। সে তার হবু স্বামী ও তার পরিবারের কথাই ভাবে বেশি। তবে ব্যক্তিগত জীবনে এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার একটা বিষয়ে মজা লেগেছে। আমি নিজে মেকআপ করতে একদম ভালোবাসি না। এই সিরিজে আমায় একদম সাজতে হয়নি। লিপগ্লস আর সানস্ক্রিন দিয়েই পুরো সিরিজটা উৎরে দিতে পেরেছি।'