Swastika with Debashree: সৌরভের 'কেমিস্ট্রি মাসি'- সিরিজে দেবশ্রীর মেয়ের ভূমিকায় স্বস্তিকা দত্ত
Chemistry Mashi: খুব পছন্দের বিষয় কেমিস্ট্রি বা রসায়ন। সেই বিষয়কেই যদি রান্নার মাধ্যমে শেখানো যায় তাহলে? মধ্যবয়সী এক ব্লগারের গল্প বলবে সৌরভ চক্রবর্তীর আগামী ওয়েব সিরিজ
কলকাতা: সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র আগামী ওয়েব সিরিজে যোগ দিচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অভিনেতা পরিচালকের হাত ধরে যে ওয়েব দুনিয়ায় পা রাখছেন দেবশ্রী রায় (Debasree Roy), সেই খবর ইতিমধ্যেই সবার জানা। আর এবার, সেই ওয়েব সিরিজে যোগ দিলেন স্বস্তিকা।
আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি (Chemistry Mashi)-র একটি চিত্রনাট্যের ছবি প্রশংসা করেছেন স্বস্তিকা। তিনি লিখেছেন, 'একটা দুর্দান্ত গল্প। এটার জন্য দর্শকদের অপেক্ষা করতেই হবে। হইচইয়ের সঙ্গে আমার আগামী কাজ।' আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এই ওয়েব সিরিজের শ্যুটিং। দেবশ্রীর মেয়ের ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে, তাঁর চরিত্রের নাম পুলমা।
খুব পছন্দের বিষয় কেমিস্ট্রি বা রসায়ন। সেই বিষয়কেই যদি রান্নার মাধ্যমে শেখানো যায় তাহলে? মধ্যবয়সী এক ব্লগারের গল্প বলবে সৌরভ চক্রবর্তীর (Sourav Chakraborty)-র আগামী ওয়েব সিরিজ। আর এই সিরিজের সবচেয়ে বড় চমক এই সিরিজের কাস্টিং। সৌরভের এই সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী দেবশ্রী রায় (Debasree Roy)।
বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও কামব্যাক করেছিলেন দেবশ্রী। তাঁর ধারাবাহিক 'সর্বজয়া' প্রশংসিত হয়েছিল তবে খুব দীর্ঘদিন চলেনি। এবার ওয়েব সিরিজে বেশ চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে দেবশ্রীকে। রাজনীতিতে যোগ দেওয়ার পরে এমনিতেই কাজ কমিয়ে দিয়েছিলেন দেবশ্রী। এরপরে রাজনীতির থেকে দূরে সরে এলেও খুব বেছে কাজ করেন তিনি। আর এবার, মধ্যবয়সী এক ইউটিউব ভ্লগারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই অভিনেত্রীর লুক টেস্ট হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হবে ছবির শ্যুটিং। কলকাতাতেই হবে এই ওয়েব সিরিজের শ্যুটিং।
একটি নয়, আরও একটি দায়িত্ব রয়েছে সৌরভের কাঁধে। গতবছর তাঁর ওয়েব সিরিজ 'রাজনীতি' (Rajneeti) বেশ প্রশংসিত হয়েছিল দর্শকদের মধ্যে। থ্রিলার এই সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Bandyopadhy)। এই সিরিজে কৌশিক গঙ্গোপাধ্যায়ের দ্বৈত চরিত্রে অভিনয় দেখা যাবে সেই আঁচ আগেই পাওয়া গিয়েছিল। এই সিরিজে রহস্যের সমাধান হবে নাকি আরও জাল বিস্তার করবে সেই উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Dawshom Awbotaar: প্রসেনজিতের জন্মদিনে অনুপমের কন্ঠে মুক্তি পেল নতুন গান 'আমি সেই মানুষটা আর নেই'